২০১৯ বিশ্বকাপে আম্পায়ার থাকছেন যারা

0
0

৩০ মে পর্দা উঠছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় যজ্ঞ ইংল্যান্ড ও ওযেলস বিশ্বকাপের। ইতোমধ্যে মূল পর্বে জায়গা করে নেওয়া দলগুলো তাদের স্কোয়াডও ঘোষণা করেছে।

আয়োজক আইসিসিও বসে নেই। মাঠে ম্যাচ পরিচালনার জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি নির্বাচন করেছে ১৬ জন আম্পায়ারকে। তাদের পাশাপাশি থাকবেন ৬ জন ম্যাচ রেফারি। আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ ৫ জন ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার আছেন ৪ জন। এছাড়া একজন করে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দুজন শ্রীলঙ্কান আম্পায়ার রাখা হয়েছে।

২০১৯ বিশ্বকাপ আম্পায়ার:আলিম দার (পাকিস্তান), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস ইরাসমুস (দক্ষিণ আফ্রিকা), ক্রিস গাফ্ফানে (নিউজিল্যান্ড), ইয়ান গোল্ড (ইংল্যান্ড), রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড), রিচার্ড ক্যাটলবোরফ (ইংল্যান্ড), নাইজেল লং (ইংল্যান্ড), ব্র“স অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া), সুন্দরম রবি (ভারত), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো/ ওয়েস্ট ইন্ডিজ), মাইকেল গফ (ইংল্যান্ড), রুচিরা পাল্লিয়াগুরুজ (শ্রীলঙ্কা), পল উইলসন (অস্ট্রেলিয়া)

২০১৯ বিশ্বকাপ ম্যাচ রেফারি:ক্রিস ব্রড (ইংল্যান্ড), ডেভিড বুন (অস্ট্রেলিয়া), অ্যান্ডি পাইক্রফ্ট (জিম্বাবুয়ে), জেফ ক্রু (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগাল্লে (শ্রীলঙ্কা), রিচি রিচার্ডসন (অ্যান্টিগা অ্যান্ড বারমুডা/ ওয়েস্ট ইন্ডিজ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here