শ্রীলঙ্কায় আইএসের ‘ইউনিফর্ম’সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

0
0

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় প্রদেশের আমপারা জেলার সামানথুরাইয়ে শুক্রবার রাতভর অভিযোগ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ইউনিফর্মসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রয়েছে দেড় শতাধিক জেলিগনাইট স্টিক, একটি আইএস ইউনিফর্ম, বিপুল সংখ্যক স্টিল পেলেটস, একটি ড্রোন, একটি সন্দেহজনক ভ্যান এবং একটি ল্যাপটপ।
গত রবিবার ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন গির্জা এবং হোটেলকে টার্গেট করে চালানো হামলায় নিহতের সংখ্যা এখন ২৫৩ জন বলে জানাচ্ছে শ্রীলংকার কর্তৃপক্ষ। এই হামলার জন্য শ্রীলংকার কর্তৃপক্ষ স্থানীয় একটি জঙ্গী গোষ্ঠী ‘ন্যাশনাল তাওহীদ জামাতকে দায়ী করছে। ঘটনার পর থেকে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here