শ্রীলঙ্কার কয়েকটি শহরে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা

0
0

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কয়েকটি শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর কালমুনাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বোমা বিস্ফোরণ হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুক যুদ্ধও হয়।

এদিকে একটি কারখানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ড্রোন ও আইএসের পোশাকসহ পতাকা উদ্ধার হয়েছে। এ অবস্থায় পূর্বাঞ্চলের কালমুনাই, চাভালাকাদে ও সামানথুরাই-এ অর্নিদিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার।
নতুন করে ঘোষণা না আসা পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ থেকে বিকাল ৪টা পর্যন্ত কারফিউ চলবে বলেও বিবৃতিতে জানানো হয়।

জানা গেছে, অভিযান চলাকালে সামানথুরাই এলাকার একটি কারখানা থেকে বিপুল পরিমাণ বিস্ফারক দ্রব্য ও বোমা তৈরির সরমঞ্জামাদি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। শুধু বিস্ফোরক দ্রব্য নয়, কারখানাটি থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের পোশাকসহ কালো পতাকাও উদ্ধার হয়। জঙ্গিরা বাড়িটিকে সুইসাইড ভেস্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here