প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে শুক্রবার (২৬ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান করা হয়েছে। জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম জঙ্গিবাদ প্রতিহতে এগিয়ে আসতে আহ্বান জানান।
পেশ ইমাম বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকান্ড করছে, মূলত তাদের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নাম ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকা- করছে,তাদের প্রতিহত করতে হবে। শুধু নিজের পরিবার নয়, সমাজের মধ্যেও সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ সমাজের ক্ষতিকর কিছু হলে সবাই ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীরুহের মাগফিরাত এবং শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। একইসঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলঙ্কার হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়।
মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব- উল- আলম হানিফ, ধর্মসচিব আনিছুর রহমান, ইসলামিকফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, আনিছুর রহমান সরকার।
মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে সৎ ও অসৎ ব্যবসা নিয়ে আলোচনা করেছেন খতিব সাহেব। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।কলাবাগানের বশিরউদ্দিন রোড জামে মসজিদের ইমাম সাহেব জুমার নামাজের খুতবা বা মোনাজাতে শ্রীলঙ্কায় বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা নিয়ে কিছুই বলেননি। তবে দান খয়রাতের ফজিলত নিয়ে অনেক বলেছেন।
মোহাম্মদপুরের বায়তুল মামুর জামে মসজিদেও জুমার নামাজের খুতবায় রোজার ফজিলত ছাড়া আর কিছু আলোচনা হয়নি। মসজিদে নিরাপত্তার কোনও ব্যবস্থাও ছিল না।