‘দল বহিষ্কার করলেও বিএনপিতে আছি, থাকবো’

0
0

ঠাকুরগাঁও থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন,আমি বিএনপির রাজনীতি করি।দলের সিদ্ধান্তের বাইরে শপথ নিয়েছি।দল আমাকে এর জন্য বহিষ্কার করলেও করতে পারে। এটি জেনেই শপথ নিয়েছি। তিনি বলেন, দল বহিষ্কার করলেও আমি বিএনপিতে আছি, থাকবো। সংসদে আমার প্রথম কাজ হবে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাওয়া।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহিদুর রহমান বলেন, এই শপথ দলের সিদ্ধান্তের বাইরেই। দীর্ঘদিন তো অপেক্ষা করলাম। যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এলাকার মানুষের প্রচণ্ড চাপ আছে। তিনি জানান, ঢাকায় ১৫ দিন ধরে আছি, এলাকার মানুষের একটাই বক্তব্য— শপথ নিয়ে ফিরে আসেন।

শপথের বিষয়ে দলের কোনও পর্যায়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে জাহিদ বলেন, না, আগে বলেছি। দেখাও করেছি। কোনও প্রকারের সম্মতি দেয়নি। দল শপথ নেবে না— এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই ফাইনাল। শপথের পর দল তো আপনাকে বহিষ্কার করতে পারে সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, আমার বিষয়ে দল যেকোনও সিদ্ধান্ত নিতেই পারে। সেটা জেনেশুনেই শপথ গ্রহণ করেছি। দল যদি মনে করে বহিষ্কার করবে, করতেই পরে। বহিষ্কার করলেও কিন্তু আমি দলে আছি। আমি এই দলের একজন নিবেদিত প্রাণ। সেই ছাত্রজীবন থেকে দীর্ঘ ৩৮ বছর এই দলের সঙ্গে সম্পৃক্ত।

তিনি বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা আমি যেন শপথ গ্রহণ করে এলাকা ও দেশের জন্য ভূমিকা পালন করতে পারি। আরেক প্রশ্নের জবাবে জাহিদ বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে মাঠে লড়াই করেছি। আমি এবার নিয়ে চতুর্থবার নির্বাচন করলাম। এই আসনটি বিএনপির ছিল না। স্বাধীনতার পর থেকে এ আসনটি আওয়ামী লীগের। এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জয়ী হতে সক্ষম হয়েছে।

সংসদে কী ধরনের ভূমিকা রাখবেন প্রশ্নে তিনি বলেন, নেত্রীর (খালেদা জিয়া) মুক্তির জন্য সংসদে আমার ভূমিকা রাখা দরকার। আমার নেত্রীর বয়স এখন ৭৩ বছর। উনাকে গণতন্ত্রের স্বার্থে যেন মুক্ত করে দেওয়া হয়, সংসদে এই আহ্বান জানাবো। সংসদ সদস্য হিসেবে এটাই আমার প্রথম অঙ্গীকার। আর এলাকার হাজার হাজার নিরাপরাধ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করবো। বলবো, আপনি এগুলো দেখেন। এগুলোর বাদী পুলিশ। পুলিশ যা করেছে সব মিথ্যা মামলা করেছে। আপনার লোক কোনও মামলা করেনি, এটা দেখা উচিত। গণতন্ত্রের স্বার্থে সেসব মামলা প্রত্যাহারের দাবি রাখবো।

এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ করেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান। রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here