‘‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশন এর ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত’’

0
0

অদ্য ২৪ এপ্রিল রোজ বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে বিপুল সংখ্যক নৌ-কমান্ডো স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
নৌ-কমান্ডো এসোসিয়েশনের চেয়ারম্যান এমদাদ হোসেন মতিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ শাহজাহান কবির বীর প্রতিক, এএইচ এম জিলানী চৌধূরী,আবদুস সামাদ তালুকদার, মফিজউদ্দিন ও অনিল বরণ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের এমপি নৌ-কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য।

বিশেষ অতিথির বক্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য সারাদেশে রাস্তাঘাট, স্থাপনা ইত্যাদি স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার সর্বোত প্রয়াস গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং নৌ-কমান্ডোদের বীরত্ব ও ঐতিহ্য রক্ষার সংগ্রামে এগিয়ে আসার আহবান জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে আলহাজ্ব মোঃ শাহজাহান কবির বীর প্রতিক কে চেয়ারম্যান, হাবিবুল হককে কো-চেয়ারম্যান, অনিল বরণ রায়কে মহাসচিব ও আব্দুল কাদেরকে অর্থ সচিব করে আগামী ৩ (তিন) বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।

বার্তা প্রেরক আলহাজ্ব মোঃ শাহজাহান কবির বীর প্রতিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here