খালেদার মুক্তির সঙ্গে শপথের কোন সম্পর্ক নয়: হানিফ

0
24

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দন্ডিত ব্যক্তির জামিন বা মুক্তির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথের সম্পর্ক থাকতে পারে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় এবং দলটি থেকে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন তাদের সংসদে যাওয়া, না যাওয়ার সম্পর্ক নিয়ে আলোচনা কাম্য নয়।

শনিবার(২০এপ্রিল)ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত আসামি, আদালত তাকে দন্ড দিয়েছেন। তিনি দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে আছেন। দেশের আইন অনুযায়ী একজন দন্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। দ্বিতীয় আরেক পন্থা আছে, সেটা হলো কোনও দন্ডপ্রাপ্ত আসামি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমা করলে তিনি মুক্তি পেতে পারেন।

প্যারোলে মুক্তির বিষয়টি কারাবিধি অনুযায়ী হতে পারে দাবি করে হানিফ বলেন, বিএনপি বা খালেদা জিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কেউ আবেদন করেছে কিনা আমাদের জানা নাই। তবে সাংবাদিকদের কথার পরিপেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি খালেদা জিয়ার পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে তারা বিবেচনা করতে পারেন। আর যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন তাদের সংসদে যাওয়া না যাওয়ার সঙ্গে দন্ডপ্রান্ত কোনও কয়েদির মুক্তি বা জামিনের বিষয়টি সম্পৃক্ত হতে পারে না।

জাতীয় সংসদে নির্বাচিত একজন সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব হচ্ছে তার সংসদে যাওয়া। যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তার সংসদে যাওয়া উচিত। কারণ সেই ভোটারদের পক্ষে কথা বলা, ভোটারদের এলাকার উন্নয়নের জন্য কথা বলা, এলাকার সমস্যা সমাধানের জন্য কথা বলা এবং জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার জন্যই ভোটাররা তাকে ভোট দিয়েছেন। নিশ্চয়ই কোনও ভোটার কাউকে মুক্তির জন্য তাকে (এমপি) ভোট দেয়নি।

আরেক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমার মনে হয়- প্যারোলে মুক্তির ব্যাপারে বিএনপি নেতারা যতখানি আগ্রহী তার চেয়ে বেশি মনে হয় আমার সাংবাদিক বন্ধুরা আগ্রহী। তাদের কাছ থেকে বারবার এই প্রশ্নগুলো আসছে। কারণ বিএনপি নেতারা কখনও বলছেন না, তারা খালেদা জিয়ার মুক্তির জন্য আবেদন করেছেন। আমাদের কাছেও এ রকম কোনও তথ্য নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, ইকবাল হোসেন অপু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here