নববর্ষ উপলক্ষে নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা

0
0

নড়াইলে নববর্ষ পালন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা, হান্দলা, ব্রাহ্মণডাঙ্গা, চর-ব্রাহ্মণডাঙ্গা এই চার গ্রামের মানুষ নববর্ষ উপলক্ষে স্থানীয় বিলে এ প্রতিযোগিতার আয়োজন করে। কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতায় যশোর, মাগুরা, ফরিদপুর ও স্বাগতিক নড়াইলের বিভিন্ন এলাকা থেকে ২২টি ঘোড়ার মালিক অংশ নেন।
তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর বাঘারপাড়া উপজেলার দহখোলা গ্রামের মো. বাপ্পী মোল্লার ঘোড়া প্রথম, লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ইউনুস কারীর ঘোড়া দ্বিতীয়, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধল গ্রামের জাবেদ সরদারের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন। প্রথম স্থান অধিকারী ঘোড়ার মালিককে ছয় হাজার, দ্বিতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিককে চার হাজার ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিককে দুই হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ঘোড়ার মালিককে এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো.মুরাদুল ইসলাম। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন মো.নাজির মোল্লা ও মো.আমিনুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here