আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার অভিযোগ পেলেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এলে এবং তা প্রমাণিত হলে তারা কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যেই ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও উপস্থিত ছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী তিনি যত বড় ক্ষমতাশালীই হোন না কেন, আইনের আওতায় তাকে আসতেই হবে। কোনোভাবে তাকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ হত্যার ঘটনা তদন্ত করবে। এ তদন্তে সংশ্লিষ্ট থানার ওসির দায়িত্ব পালনের বিষয়টিও থাকবে। তদন্তে ওসির গাফিলতির বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পোড়া শরীর নিয়ে টানা পাঁচদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে না- ফেরার দেশে চলে গেছেন নুসরাত। আজ ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

নুসরাত জাহান এবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষা দিচ্ছিলেন। তিনি সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামের মাওলানা এ কে এম মুসা মানিকের মেয়ে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। গত ৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা ভবনের ছাদে দুর্বৃত্তরা তাঁর গায়ে আগুন দেয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here