ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ: ক্লিনিকে ভাংচুর

0
0

বগুড়ায় শহরের শেরপুর রোড এলাকায় সোমবার রাতে মালেকা নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় হুমায়ারা খাতুন(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। টনসিল অপারেশনের পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতে শিশুটির স্বজন সহ বিক্ষুদ্ধ লোকজন ক্লিনিকের আসবাবপত্র এবং কক্ষ ভাংচুর করে। রাতে ক্লিনিকের স্টাফরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। শিশুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

সংশ্লিষ্ট সুত্র জানায়,সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকার হারুনুর রশিদের মেয়ে হুমায়ারা টনসিলে ভুগছিলো। চিকিৎসকের পরামর্শে টনসিল অপারেশন করার জন্য শিশুটিকে সোমবার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে শিশটিকে নেয়া হয় অপারেশন থিয়েটারে।বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ সাইদুজ্জামান তার টনসিল অপারেশন করেন। রোগীর স্বজনদের জানানো হয়, রোগী সুস্থ্্য আছে। অপারেশনের পর ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনের চুক্তিকৃত সাড়ে ১১হাজার টাকা রোগীর স্বজনদের নিকট নেয় বলে রোগীর লোকজন জানায়। পরে সন্ধ্যা পর্যন্ত রোগীটির জ্ঞান না ফিরলে রোগীর লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে রাতে ক্লিনিক কৃর্তপক্ষ শিশুটিকে ছাড়পত্র দিয়ে অন্যত্র নিয়ে যেতে বলেন। এরপর রাতে শিশুটিকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রোগীর লোকজন ক্লিনিকে ফিরে এসে ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যৃ হয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে স্বজন ও বিক্ষুদ্ধ লোকজন সেখানকার কিছু আসবাবপত্র ভাংচুর করলে নার্স সহ অন্যান্য স্টাফ পালিয়ে যায়। রাত ১১ টার দিকে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এব্যপারে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মঙ্গলবার জানান, ঘটনার সময় তিনি ছিলেন না। ম্যানেজার বেলাল হোসেন ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন। তবে অপারেশনকারী চিকিৎসকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামির হোসেন মিশু জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।পুলিশ তাকে জানিয়েছে শিশুটির পরিবারের লোকজন কোন অভিযোগ করেনি। অপারেশনকারী চিকিৎসক সিভিল সার্জনকে জানিয়েছেন, অপারেশনের ৪ ঘন্টা পর শিশুটি মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here