পাবনায় ‘যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধ করি নারীর জন্য নিরাপদ পরিসর নিশ্চিত করি’ শীর্ষক নলেজ ফেয়ার অনুষ্ঠিত

0
0

পাবনায় ‘যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধ করি-নারীর জন্য নিরাপদ পরিসর নিশ্চিত করি’ শীর্ষক নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়। রোববার মাওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)’র উদ্যোগে ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের আয়োজনে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা এবং সংবেদনশীলতা তৈরি, তাদেরকে আত্মপ্রত্যয়ী করা এবং ঐক্যবদ্ধভাবে নিজেদের করণীয় নির্ধারণে দক্ষ করে তোলার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় কমিউনিটির উদ্যোগী ব্যক্তি, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধির সমন্বয়ে স্কুলভিত্তিক এই ‘নলেজ ফেয়ার’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন মাওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: ফজল মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমজাদ হোসেন। নলেজ ফেয়ারে বিতর্ক, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, নাটিকা প্রদর্শন করা হয় এবং এসব বন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

বিভিন্ন ইভেন্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক মো: আমিরুল ইসলাম, মো: জাহাঙ্গীর হোসেন, মো: নুরুল আমীন। সাার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ব্র্যাক সিইপির সিনিয়র জেলা ব্যবস্থাপক লুইস গমেজ ও মেজনিন প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার। শেষে সকল অংশগ্রহণকারী দাঁড়িয়ে ‘যৌন হয়রানি ও বাল্যবিয়েকে না বলি’ শীর্ষক লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here