ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী দল ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

0
0

ইরানের বিশেষ বাহিনী বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী গ্র“প হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ কথা জানায়।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে দি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুব শিগগিরই এই বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে। এর প্রভাবের ব্যপারে সংশ্লিষ্ট প্রতিরক্ষা কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর এ গ্রুপের যেকোনো কর্মকান্ডকে বিদেশি সন্ত্রাসী কর্মকা- হিসেবে অভিহিত করা হবে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়। প্রতিবেদনে জানানো হয়, পেন্টাগন ও সিআইএ’কে এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।এদিকে পেন্টাগন ও সিআইএ এ রকম ঘোষণার ব্যাপারে দ্বিধান্বিত। তাদের ধারণা, এটি যুক্তরাষ্ট্রের সেনাদের ঝুঁকির মাত্রা বাড়াবে।ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করা সেই কূটনীতিরই অংশ।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা হয়। দিনে দিনে এটিকে আরো শক্তিশালী একটি বাহিনীতে পরিণত করা হয়েছে।যুক্তরাষ্ট্রের এমন নজিরবিহীন পদক্ষেপ তেহরানের এলিট ফোর্সকে অনেকটা চাপের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here