নিরাপদ ভবন নির্মাণনীতি প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকার ইইউ মিশন থেকে শুক্রবার (২৯ মার্চ) এক বার্তায় এই তথ্য জানানো হয়। বনানীতে আগুনের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ইইউর বার্তায় বলা হয়েছে, ইইউ কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের প্রতি গুরুত্ব দেয়। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ নিরাপদ করতে ইইউ ২০১৩ সাল থেকে সরকারের সঙ্গে কাজ করছে।
বার্তায় আরও বলা হয়, অর্থনৈতিক খাতের সব ক্ষেত্রেগুলোর কর্মপরিবেশ নিরাপদ করতে তৈরি পোশাক খাতের মতো নিরাপদ কর্মপরিবেশের নীতি প্রণয়ন জরুরি। বিশেষ করে ভবন নির্মাণ সংক্রান্ত নিরাপদ নীতি প্রণয়ন করা।
রাজধানী ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা বনানীর এফআর টাওয়ারে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে একটায় আগুনের সূত্রপাত ঘটে। যা নিয়ন্ত্রণে আনতে কমবেশি ৬ ঘণ্টা সময় লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের গুলশান জোনের দেওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় মারা গেছেন ২৫ জন এবং আহত হয়েছেন ৭৩ জন।