রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। অনেকের পুড়েছে কষ্টার্জিত শেষ সম্বল। মার্কেটজুড়ে এখন শুধু আহাজারি আর কান্নার রোল।
শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে । আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন বলেন, গুলশান ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কোথাও নতুন করে আগুনের কোনো সূত্র রয়েছে কি-না।
শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগে গুলশান ১ নম্বরের এ মার্কেটে। খবর পেয়েই ছুটে আসেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, সিটি করপোরেশনের এ মার্কেটে প্রায় ১৮৮টি দোকান ছিলো। সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। এখানে বেশিরভাগই দুধ, মশলা, খাদ্য ও শিশু পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, গুলশান ১ নম্বর পয়েন্টের এ মার্কেট এখন ধ্বংসস্তূপ। সবদিকে শুধু পুড়ে যাওয়া পণ্যের ছাই। কোনো কিছুই অবশিষ্ট নেই দোকানের। আবার কোনো দোকানের সামনে পড়ে আছে আলু, পেঁয়াজ। পুড়েছে ফ্রিজে থাকা মাছ, মুরগিও। কেউ সর্বস্ব হারিয়ে নির্বাক হয়ে দোকানের সামনে বসে আছেন। আর শুধু বিলাপ করছেন। গুলশানের এ মার্কেটের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দোকান লাগিয়ে বাসায় যাই। কিন্তু কে জানতো, ভোরেই উপার্জনের এ সম্বল হারিয়ে যাবে।
মো. রিপন নামের এক ব্যবসায়ী বলছিলেন, এ দোকানেই ছিল তার সব সম্বল। পাইকারি মশলা বাজারজাত করতেন তিনি। সারা দেশের ব্যবসায়ীদের কাছে পাইকারি পণ্য বিক্রি করতেন। অনেক ব্যবসায়ীর কাছে বড় অংকের টাকা পাওনা রয়েছে। কিন্তু সব হিসাবের খাতা পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এ ব্যবসায়ী।
মো. আরিফ হাসান নামের এক ব্যবসায়ী বলেন, ভাই আমরা কেমনে বাঁচবো, উপার্জনের একমাত্র সম্বল দোকানটি হারালাম। অনেক কষ্টের জমানো টাকা দিয়েই এ স্বপ্ন সাজাই। কিন্তু আগুনে আমার স্বপ্ন ছাই করে দিলো। ঘটনাস্থলে উপস্থিথ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার জন্য তিন/চারবার নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু নোটিশের জবাবে মার্কেট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।
এদিকে,ঢাকার গুলশানের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারে অগ্নিকান্ড তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।শনিবার সকালে আড়াই ঘণ্টার এই অগ্নিকান্ডে লোহার কাঠামোয় টিনের ছাউনীতে তৈরি ওই কাঁচাবাজারের দেড়শর মতো দোকানের সবগুলোই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের পাঁচ তলা গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও।
অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শামীম আহসান চৌধুরীকে। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে সহকারী পরিচালক সালেহ উদ্দিনকে।দুই বছর আগে এই ডিএনসিসি মার্কেটেই ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছিল; তখন পুড়ে যাওয়া কাঁচাবাজারটি নতুন করে গড়ে তোলার পর আবার পুড়ল।এই কাঁচাবাজারে মাছ-মাংস, শাক সবজি ও মুদি দোকান ছাড়াও প্রসাধনী ও খাদ্যপণ্যের বহু দোকান ছিল। আমদানি করা শিশু খাদ্য ও সুগন্ধীর জন্য জনপ্রিয় ছিল এই বাজারটি।
দুই বছর আগের অভিজ্ঞতায় দোতলা ডিএনসিসি মার্কেটে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেওয়া হয় বলে ওই বিপণি বিতানের ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম তালাল রিজভী জানিয়েছেন।তবে লাগোয়া কাঁচাবাজারটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।ধারণা করা হচ্ছে, কোনো সুগন্ধীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের সময় ভেতরে কেউ ছিলেন না বলে দোকানিরা জানিয়েছেন। তারা বলেন, ফটক তালাবদ্ধ করে বাইরে ছিলেন পাহারাদাররা।