সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

0
0

বৃহস্পতিবার সারাদেশে ২৪ ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম, মাদারীপুর ও যশোরে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন ।আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চুনতি পু্লশি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় ঢাকা থেকে কক্সবাজারমুখী দরিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও পাঁচজন পুরুষ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ছাড়া দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আতাউর রহমান (৩০) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আতাউরের চোখে আঘাত লেগেছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস সরিয়ে নেয়ার কাজ চলছে।

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত।বৃহস্পতিবার (২৮ মার্চ) পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৬৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫)। এদের সবার বাড়ি সদর উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায়। এছাড়া আহতদের বেশির ভাগই একই এলাকার বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে মাদারীপুর সদরের ভাঙ্গাব্রিজ এলাকায় ফিরছিলেন মুসল্লিরা। পথে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন অন্তত অর্ধশত।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে আরও তিন জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।মাদারীপুর পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালাদার বলেন, দুর্ঘটনায় আরও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যশোর:যশোরে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নারী-পুরুষশিশুসহ আহত অন্তত ১৫ জন। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার চাউলিয়া এবং যশোর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে একটি দুর্ঘটনায় একজন এবং অপর একটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তিদের কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মোটরসাইকেলচালক আলেক সরকারকে (৫৫) যাত্রীবাহী একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি যশোর সদরের রামনগর এলাকার এরশাদ আলীর ছেলে।

একই সময় যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ট্রাক ও থ্রি হুইলারের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পরে মারা যান। তাঁদের নাম পরিচয় পাওয়া যায়নি। এই দুর্ঘটনায় পাঁচ শিশু, দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার ব্রিগেডের কর্মী ও পুলিশ তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার জানান, দুটি দুর্ঘটনায় মোট চারজন মারা গেছেন। এর মধ্যে একটি দুর্ঘটনায় একজন এবং অপর একটি দুর্ঘটনায় তিনজন মারা যান। দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।

পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফ খান (৫০) মজিদবাড়িয়া কবুতরচর এলাকার গফুর খানের ছেলে। তিনি এলাকায় ডিস ক্যাবল ব্যবসা করতেন।আহত নেওয়াজ, কার্তিক ও রাজুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here