মাথাপছিু আয় বড়েছেে ১৫৮ ডলার: প্রবৃদ্ধি ৮ শতাংশ

0
45

চলতি র্অথবছর শষেে জডিপিি প্রবৃদ্ধি ছাড়াবে ৮ দশমকি ১৩ শতাংশ।ে এছাড়া, চলতি র্অথবছরে মাথাপছিু আয় বড়েে দাঁড়য়িছেে ১৯০৯ ডলার। মঙ্গলবার (১৯ র্মাচ) রাজধানীর শরেবোংলা নগররে পরকিল্পনা মন্ত্রণালয়ে জাতীয় র্অথনতৈকি পরষিদরে (এনইস)ি বঠৈক শষেে এ তথ্য জানান, র্অথমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থতি ছলিনে, পরকিল্পনামন্ত্রী এম এ মান্নান, সাধারণ র্অথনীতি বভিাগরে সদস্য (সনিয়ির সচবি) ড. শামসুল আলম ও পরকিল্পনা সচবি নুরুল আমনি।

মন্ত্রী জানান, গত র্অথবছরে জডিপিি প্রবৃদ্ধরি এই হার ছলি ৭ দশমকি ৮৬ শতাংশ। মূলত শল্পি খাতরে হাত ধরে প্রবৃদ্ধরি আকার বড়েছে।ে চলতি র্অথবছরে জডিপিি প্রবৃদ্ধরি আকার দাঁড়াবে ২৫ লাখ ৩৬ হাজার ১৭৭ কোটি টাকা। গত র্অথবছর এটি ছলি ২২ লাখ ৫০ হাজার ৪৭৯ কোটি টাকা। প্রবৃদ্ধি সাধারণত তনিটি বষিয়রে উপর নর্ভির কর।ে এর মধ্যে কৃষি খাতে চলতি র্অথবছর প্রবৃদ্ধি হবে ৩ দশমকি ৫১ শতাংশ, যা গত গত র্অথবছর ছলি ৪ দশমকি ১৯ শতাংশ। শল্পি খাতে প্রবৃদ্ধি হবে ৬ দশমকি ২৯ শতাংশ, যা গত র্অথবছরে ছলি ৬ দশমকি ৩৭ শতাংশ। এছাড়া সবো খাতে প্রবৃদ্ধি হবে ৬ দশমকি ৫০ শতাংশ, যা গত র্অথবছরে ছলি ৬ দশমকি ৩৯ শতাংশ।

র্অথমন্ত্রী জানান, র্বতমানে দশেরে মানুষরে মাথাপছিু আয় দাঁড়য়িে ১ হাজার ৯০৯ র্মাকনি ডলার। এর আগ,ে গত বছররে সপ্টেম্বেরে মাথাপছিু আয় ছলি ১ হাজার ৭৫১ র্মাকনি ডলার। সে হসিাবে গত ছয় মাসরে ব্যবধানে দশেরে মানুষরে মাথাপছিু আয় বড়েছেে ১৫৮ র্মাকনি ডলার।

র্অথমন্ত্রী বলনে, এ র্অথবছর বসেরকারি বনিয়িোগ কম হয়ছে।ে তবে আশা করছি আগামী বছর থকেে বসেরকারি বনিয়িোগ আসব।ে আমরা সব ধরণরে সুযোগ-সুবধিা দচ্ছি।ি যাতে বসেরকারি বনিয়িোগকাররিা আবার ফরিে আস।ে

এক প্রশ্নরে জবাবে তনিি বলনে, সামষ্টকি র্অথনীতি খৃব ভাল ছলি। তাই প্রবৃদ্ধি বড়েছে।ে যমেন রফতান,ি বনিয়িোগ, ম্যানুফ্যাকচারংি খাতে অবস্থা ভাল ছলি। তনিি জানান ২০২০ সালরে পর পরর্বতী চার বছরে প্রবৃদ্ধি ডাবল ডজিটিে পৌঁছাব।ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here