প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ফিরে এসে আমার একটাই প্রতিজ্ঞা ছিল বাবার স্বপ্ন পূরণ করে দেশকে উন্নত করে গড়ে তুলব। রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, আমরা দুটি বোন আমাদের জীবনটাও উৎসর্গ করে দিয়েছি দেশের জনগণের জন্য। দেশের মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া।
বাবা-মাসহ পরিবারের সবাইকে হারানোর পরে সেই কষ্টকর সময়ের কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আমি যখন বাংলাদেশে ফিরে আসি, আমি জানতাম যেকোন সময় হয়তো আমার বাবার মতো ভাগ্যবরণ করতে হবে। কিন্তু কখনো আমি মৃত্যু ভয়ে ভীত হয়নি।
‘সবসময় একটা চিন্তা করেছি আমাকে কাজ করতে হবে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। আর সেই সিদ্ধান্ত নিয়েই আমি আজও পথ চলছি।’
শিশুদিবসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মদিনটিকে আমরা শিশু দিবস ঘোষণা দিয়েছি। জাতীয় শিশু দিবস হিসেবেই আমরা উদযাপন করি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তার সব প্রচেষ্টাই ছিল, আজকে যে শিশু সে আগামীতে মানুষের মতো মানুষ হবে, ভবিষ্যৎ গড়বে।