বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা নেই : হানিফ

0
0

বিএনপির প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা নেই উল্লেখ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশের সব মানুষের আস্থা এখন এক জায়গায় কেন্দ্রীভূত। সেটা হচ্ছে, আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে দুঃস্থদের মধ্যে রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।

মানুষের আস্থা না থাকায় বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে হানিফ বলেন, জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং যেকোনো নির্বাচনেই বিএনপিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ যে দলের শীর্ষ নেতা-নেত্রী দুর্নীতি ও সন্ত্রাসের কারণে আদালত কর্তৃক দ-প্রাপ্ত হয়ে কারাগারে এবং পলাতক, তাঁদের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকতে পারে না। দেশের সব মানুষের আস্থা এক জায়গায় এখন কেন্দ্রীভূত। সেটা হচ্ছে, আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরো বলেন, শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করতে সক্ষম হয়েছেন, যা এখন বিশ্ববাসীর কাছে অনুকরণীয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদ যে বৈশ্বিক একটি সমস্যা, তা নিউজিল্যান্ডে মসজিদে হামলার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান মতিয়া চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here