সন্ত্রাসী হামলা বিশ্ববাসী প্রত্যাশা করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0
21

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই বর্বরোচিত ঘটনা নিন্দানীয় এবং বিশ্ববাসী এই ঘটনা প্রত্যাশা করে না।

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।মন্ত্রী বলেন, আপনারা জানেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানান কথা বলেছিল। আমরা তাদেরকে বলেছিলাম তারা পূর্ণ নিরাপদে থাকবে যেমনভাবে আমাদের ভিআইপিরা থাকেন, সেভবেই থাকবেন। আমরা সেটা করেছি। কিন্তু নিউজিল্যান্ড কেন সেটা করেনি, তা জানি না।

মন্ত্রী আরও বলেন, সেইখানে কারা কারা গুলিবিদ্ধ হয়েছেন তা আমরা জানি এবং আমরা আরও জানতে চেষ্টা করছি। আমাদের ক্রিকেট টিম সিদ্ধান্ত নিয়েছে, তারা চলে আসবে।

অনুষ্ঠানে তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্দেশে বলেন, গত ১৮ বছরে আপনারা ১০ লাখ ইউনিট রক্ত সরবরাহ করেছেন। দেশের মোট চাহিদার সাত ভাগের এক ভাগ রক্ত আপনারা সরবরাহ করেছেন। রক্তদান কর্মসূচি দিয়ে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তার মধ্যে কোয়ান্টাম ফাউন্ডেশন বলিষ্ঠ ভূমিকা পালন করছে। স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা মুমূর্ষু রোগীদেরকে বাঁচিয়ে তুলছেন। আপনাদের রক্ত কাজে লাগছে এটাই বড়। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে আরও রক্তদানে উৎসাহিত করবেন।

সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেলিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাজিম উদ্দিন আহমদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here