ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেলেন বাংলাদেশী ক্রিকেটাররা

0
0

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। ঘটনার সময় মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ ওই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।

হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে আল নূর মসজিদে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই হামলার ঘটনায় নিরাপদে থাকলেও আতঙ্ক বিরাজ করছে ক্রিকেটারদের মনে।

শুক্রবার টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ক্রাইস্টচার্চের ঘটনা নিয়ে ভীতিকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন।

ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে ছিল তামিম-মুশফিকদের বাস। আরেকটু আগে মসজিদে ঢুকলেই ভয়ানক ঘটনা ঘটে যেতে পারতো ক্রিকেটারদের জীবনে। নিজেদের ভাগ্যবান উল্লেখ করে খালেদ মাসুদ পাইলট বলেছেন, এই ধরনের দুর্ঘটনা আমরা কেউই আশা করি না। কোনও দেশেই এমন ঘটনা যেন না ঘটে। আমরা সত্যিকার অর্থেই খুব ভাগ্যবান। বাসে আমরা ১৬-১৭ জন ছিলাম। ঘটনাস্থল থেকে আমরা ৫০ গজের মতো দূরে ছিলাম। আমরা ভাগ্যবান। আর ৩-৪ মিনিট আগেই যদি আমরা আসতাম, তাহলে হয়তো মসজিদের মধ্যে থাকতাম। তখন অনেক ভয়াবহ একটা ঘটনা ঘটে যেত। আমি শুকরিয়া আদায় করছি, আমরা খুব সৌভাগ্যবান বলেই বেঁচে গেছি।

বাসে বসেই রক্তাক্ত মানুষদের মসজিদ থেকে বের হতে দেখেছেন ক্রিকেটাররা। খুব খারাপ অবস্থা দেখেই পাশের পার্ক দিয়ে পরবর্তীতে স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। টিম ম্যানেজার জানালেন, আমার মনে হচ্ছিল আমরা মৃভি দেখছিলাম। বাসের মধ্যে থেকে দেখছিলাম, রক্তাক্ত অবস্থায় অনেকে বেরিয়ে আসছে। বেশ কিছু মানুষ বেড়িয়ে আসতে পেরেছে। প্রায় ৮/১০ মিনিট আমরা বাসের মধ্যেই ছিলাম। ওখানে সবাই মাথা নিচু করে ছিল। যদি কোনও কারণে বাসে হামলা হয়, আমরা যেন বেঁচে যেতে পারি। অবশ্য পরে বাস থেকে বেরিয়ে এসেছি। কেন না মনে হচ্ছিল সন্ত্রাসীরা বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি করলে কেউই বাঁচবো না।

এখন ক্রিকেটারদের মনে একটাই ভাবনা কীভাবে দ্রুত দেশে ফেরা যায়। খালেদ মাসৃদ বললেন, তারা সেই চেষ্টা করে যাচ্ছেন। টিকিট পাওয়া মাত্রই বাংলাদেশ দল দেশের বিমানে চড়বেন। সব কিছুই নির্ভর করছে টিকিট পাওয়ার ওপর। টিম ম্যানেজার বলেছেন, এখনও ( দেশে ফেরা) চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখানে বিমান টিকিটের ব্যাপার জড়িত। একসঙ্গে এত টিকিট ম্যানেজ করা সহজ কোনও ব্যাপার নয়। দুই একজন হলে একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা ১৯ জন যাব এখান থেকে বাংলাদেশে। অন্য কোচিং স্টাফ যারা আছেন তারা হয়তো দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজ যাবে, তারা হয়তো পেয়ে যাবে। বাকি ১৯ জনের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ৭/৮ জন করে হলেও যেন আমরা দেশে পাঠাতে পারি। তবে আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে।উল্লেখ্য, শনিবার দেশে ফিরছেন বাংলাদেশী ক্রিকেটাররা।

কারোই মানসিক অবস্থা ভালো নয় বললেন খালেদ মাসুদ, মানসিক চাপ তৈরি হওয়া খুব স্বাভাবিক। আপনি যখন নিজের চোখে এইসব ঘটনা দেখবেন, তখন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাওয়া খুব স্বাভাবিক। বাসের মধ্যে অনেকেই কান্নাকাটি করছিল, অনেকেই কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই মুহূর্তে সবাই হোটেলে নিরাপদ আছে। ঘটনার পর ম্যানেজার হিসেবে আমি চেষ্টা করেছি পুরো দলকে একসঙ্গে মিটিং রুমে নিয়ে আসার। সবাইকে সাপোর্ট করার।যাদের একজন নূর। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমি সামনের সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। প্রথমে বাইরে গুলির শব্দ হয়। তারপর বন্দুকধারী ভেতরে এসে এলোপাতাড়ি গুলি করা শুরু করে।

আমার চোখের সামনে গুলিবিদ্ধ লোকজন মাটিতে পড়ে যাচ্ছিল। গুলি মসজিদের দেয়ালে আঘাত করছিল। আমি হামাগুড়ি দিয়ে দেয়ালের দিকে সরে গিয়ে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যাই।

অন্য কেউ পালিয়ে যাওয়ার জন্য জানালার কাঁচ ভেঙ্গে ফেলেছিল জানিয়ে তিনি আরও বলেন, জানালা দিয়ে বেরিয়ে পাশের একটি দেয়াল টপকে আমি ছুটতে থাকি। দৌড়ে ওই ব্লক পেরিয়ে যাওয়ার পরও গুলির আওয়াজ পাচ্ছিলাম।

মসজিদে হামলার সময় সেখানে প্রায় দুইশ মানুষ ছিল জানিয়ে মহান ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী নিউ জিল্যান্ড হেরাল্ডকে বলেন, শুরুতে আমি ভেবেছিলাম বৈদ্যুতিক গোলযোগ থেকে এমনটা হচ্ছে। পরে দেখি সবাই দৌড়াতে শুরু করেছে।

যখন তিনি কথা বলছিলেন তখনও তার কয়েকজন বন্ধু মসজিদের ভেতর থেকে বের হতে পারেনি বলে জানিয়েছিলেন তিনি।মসজিদ থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা ব্যক্তিদের সাহায্যকারী অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী সামরিকবাহিনীর মত পোশাক পরে ছিল। হাতে থাকা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে সে ক্রামগত গুলি ছুড়ছিল।

মসজিদের কাঁচের দরজা ভেঙ্গে বাইরে বেরিয়ে আসা আহমদ আল-মাহমুদ নামে এক ব্যক্তি বলেন,তার কাছে বড় একটি বন্দুক ছিলৃ সে ভেতরে ঢুকে সবদিকে গুলি করছিল।তখনও শার্টে রক্তের দাগ লেগে থাকা অন্য একজন বলেন, প্রাণ বাঁচাতে তিনি একটি বেঞ্চের নিচে লুকিয়ে ছিলেন।আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলামৃ প্রার্থনা করছিলাম যেন তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়।গুলি চলছি, চলছি। আমাদের সঙ্গে থাকা এক নারীর হাতে গুলি লাগে। যখন গুলি থামে, আমি মসজিদের বেড়ার ওপাশে তাকাই, সেখানে একজন তার বন্দুক পাল্টাচ্ছিল।

টিভি নিউ জিল্যান্ডকে অন্য একজন বলেন, তিনি বন্দুকধারীকে এক ব্যক্তির বুকে গুলি করতে দেখেছেন। তারপর সে প্রথমে পুরুষদের নামাজের কক্ষের দিকে এবং পরে নারীদের নামাজের কক্ষের দিকে যায়। অপেক্ষা করা এবং প্রার্থনা করা ছাড়া আমার কী বা করার ছিল? ঈশ্বর দয়া করুন, এই ব্যক্তির গুলি যেন ফুরিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here