বুড়িগঙ্গায় নৌকা ডুবি: এক নারীর লাশ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

0
124

ঢাকার সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ছয়জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে বুড়িগঙ্গা নদী থেকে।বাকি পাঁচজনের খোঁজে শুক্রবার দ্বিতীয় দিনের মত নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।

এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

পরে স্বজনরা এসে লাশ দেখে তাকে ওই নৌকার আরোহী শাহজালাল মিয়ার স্ত্রী সাহিদা বেগম (৩০) হিসেবে শনাক্ত করেন।

গার্মেন্ট কর্মী শাহজালাল (৩৮) লঞ্চের প্রপেলারের আঘাতে দুই পা হারিয়ে জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে চিকিৎসাধীন। তার পরিবারের পাঁচ সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ সিকদার বলেন, তাদের ডুবুরিদের পাশাপাশি বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশের সদস্যরা রাত থেকে বুড়িগঙ্গায় তল্লাশি চালাচ্ছেন। কিন্তু নদীতে প্রচুর নৌযান চলাচল করায় কাজে বেগ পেতে হচ্ছে।

পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় করে সদরঘাটের দিকে আসছিলেন শাহজালাল মিয়া। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল তাদের।

রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে সুরভি-৭ লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায় বলে নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক জানান।

এ সময় লঞ্চের প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের টহলদল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও নিখোঁজ হন ছয়জন।শুক্রবার সাহিদার লাশ পাওয়া গেলেও তাদের দুই সন্তান মিম (৮) ও মাহী (৬), শাহজালালের ভাগ্নি জামশেদা বেগম (২১), জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০) এবং তাদের তিন মাসের মেয়ে স্নেহার খোঁজ মেলেনি এখনও।

বিআইডব্লিউটিএ- এর ঢাকা নৌবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন রাতে সাংবাদিকদের বলেন, ওই নৌকার যাত্রীরা লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। তাদের পন্টুন দিয়ে ওঠার কথা থাকলেও লঞ্চ ছেড়ে দেওয়ায় ঝুঁকি নিয়েই লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু লঞ্চ তখন পেছন দিকে যাওয়ায় প্রপেলারের ঢেউয়ের ধাক্কায় ছোট নৌকাটি ডুবে যায়। নৌ-পুলিশের সদস্যরা জানান, ওই নৌকার আট আরোহীর মধ্যে কেবল মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ।

সংস্থার জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার জানান, বিআইডব্লিউটিএ-এর পরিচালক মো. শাহজাহানকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।কমিটির অপর দুই সদস্য হলেন বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন ও যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here