আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনায় সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থার বিশাল মানববন্ধন-সামবেশ

৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার পাবনা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার অংশ গ্রহনে বিশাল মানববন্ধন রচণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-পাবনা রোডে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাঁচতে চাই, ব্যাক সিইপি, যৌন হয়রানী নির্মূল করণ নেটওয়ার্ক, শিক্ষার্থী ওয়াচ গ্রুপ, ব্লাষ্ট, মহিলা পরিষদ, সুচিতা, প্রতীক মহিলা ও শিশু সংস্থা, নাজিরপুর মহিলা উন্নয়ন সমিতি, আসিয়াবসহ স্থানীয় বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মককর্তা, নাগরিক সমাজ সংগঠন (সি এস ও) সদস্য, ইউনিয়ন এলায়েন্স, উপজেলা এলায়েন্সের সদস্যসহ আমরাই পারি এস সি এস পি পি ডাব্লিউ আর প্রকল্পের কমী-সদস্যরা অংশ গ্রহন করেন। মানববন্ধন সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) গৌতম কুমার বিশ্বাস। অন্যান্য‘র মধ্যে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন প্রেসক্লাবরে সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, জেলা জোটের সদস্য সচিব মোঃ আব্দুর রব মন্টু, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভীন মুক্তি, ব্র্যাক সিইপির সিনিয়র জেলা ব্যবস্থাপক লুউস গোমেজ, মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার, ব্লাষ্টের এড. আলমগীর হোসেন, আসিয়াবের আব্দুস সামাদ, মহিলা পরিষদের এড. কামরুন্নাহার জলি, সীমা আক্তার, নাজিরা পারভীন, নাসরিন পারভীন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here