বহুল আলোচিত মতিন সরকারের সম্পদ জব্দ করতে আদালতের নির্দেশ

0
0

বগুড়ার বহুল আলোচিত তুফান সরকারের ভাই মতিন সরকারের সম্পদ জব্দের (অবরুদ্ধ করণের) নির্দেশ দিয়েছে আদালত। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো। মতিন সরকারের বিরুদ্ধে মাদক, হত্যা ও সন্ত্রাস সহ একাধিক মামলা রয়েছে।

দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সম্প্রতি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে মতিন সরকারের সম্পদ জব্দ করার জন্য আবেদন করেন। আদালত শুনানী শেষে সম্পদ জব্দের নিদের্শ দেন। এই আদেশের ফলে অভিযুক্ত আসামী স্থাবর সম্পদ সহ ব্যাংক ও অন্যান্য স্থানে জমাকৃত টাকা স্থানান্তর বা হস্তান্তর করতে পারবে না বলে তিনি জানান।

উল্লেখ্য তুফানকান্ডে আলোচিত তুফান ও মতিন সরকারের অবৈধ সম্পদের বিষয়ে দুদক প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। এর প্রেক্ষিতে দুদক তুফান ও মতিন সরকারের বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর মামলা দায়ের করে। মামলায় বলা হয়, মতিন সরকার তথ্য গোপন ও মিথ্যা ঘোষানা দিয়ে ২ কোটি ২১ লাখ বত্রিশ হাজার টাকার স্থাবর- অস্থাবর সম্পদ অর্জন করে । এছাড়া জ্ঞাত আয় বর্হিভুতভাবে অসাধু উপায়ে আয়ের সঙ্গে অসঙ্গতিপুর্ন ৩ কোটি ৯ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। দুদকের আইনজীবী আরো জানান, চলতি বছরের ১১ ফেব্র“য়ারি দুদকের তদন্তকারী কর্মকর্তা মতিন সরকারের সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করেন। আদালতে এ বিষয়ে শুনানী হয়। পরে আদালত সম্পদ জব্দ বা অবরুদ্ধকরণের আদেশ দেন।

প্রসঙ্গত এক তরুনীকে ধর্ষন ও মা ও মেয়েকে নির্যাতনের ঘটনায় মতিন সরকারের ভাই তুফান সরকারের বিরুদ্ধে ইতোপুর্বে মামলা দায়ের হয়। তুফানকান্ড হিসাবে ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃস্টি করে। তরুনী ও তার মা’কে নির্যাতনের ঘটনার পর মতিন ও তুফান সরকারের মাদক সহ নানা সন্ত্রাসী ঘটনা গনমাধ্যমে ওঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here