পাটুরিয়া- গোয়ালন্দে নির্মিত হবে দ্বিতীয় পদ্মা সেতু

0
0

ঢাকা-ফরিদপুর মহাসড়কে পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ সেতু নির্মাণে পিডিপিপি নীতিগতভাবে অনুমোদিত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রশ্নের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

প্রসঙ্গত, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তবে সংসদের নিয়ম অনুযায়ী বৈঠকে উপস্থিত/অনুপস্থিত যেকোনও মন্ত্রীর প্রশ্নোত্তর তার নামেই পরিবেশন করা হয়।

লিখিত জবাবে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বছরের ৩০ মে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড গভর্নরস-এর ২য় সভায় ’২য় পদ্মা বহুমুখী সেতুর উদ্যোগে বর্তমানে নির্মাণাধীন সেতুর কার্যক্রম সমাপ্ত হলে এর অভিজ্ঞতা পর্যালোচনার পর গ্রহণ করা যেতে পারে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী ২য় পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হবে আশা করা যায়।

নীতিমালার শর্ত পূরণ না হওয়ায় কোনও রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির সনদ প্রদান করা হয়নি বলে সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরা হয়। মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নে মন্ত্রীর তরফে এতথ্য পরিবেশন করা হয়।

মন্ত্রীর জবাবে বলা হয়, রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা জারি হওয়ার পর ১৬টি রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির জন্য আবেদন করেছে। তবে নীতিমালার কিছু শর্ত প্রতিপালন না হওয়ায় আবেদন করা রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের বিপরীতে এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু করা সম্ভব হয়নি। নীতিমালার শর্ত পূরণের জন্য অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা বাস্তবায়নের সঙ্গে পুলিশ, নির্বাচন কমিশন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সংশ্লিষ্টতা থাকায় এই মুহূর্তে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নে সড়ক পরিবহন মন্ত্রীর জবাব মহাসড়কের অব্যবহৃত ভূমিতে অসাধু ব্যক্তিরা দোকানপাট ও বাজার তৈরি করেছে। এই অবৈধ দখলদারের হাত থেকে ওই ভূমি উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, রেলওয়ে ২০১৬-১৭ অর্থবছরে সাত কোটি ৭৮ লাখ ও ২০১৭-১৮ অর্থবছরে নয় কোটি ৫৭ লাখ যাত্রী পরিবহন করেছে।

সিরাজগঞ্জ-৩ আসনের আব্দুল আজিজের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, গত অর্থবছরে (২০১৭-১৮) দেশে ছয় লাখ ১৮ হাজার ৬৩২ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে। বাংলাদেশ হতে পাকিস্তান, ভারত, চীন, নেপাল, আইভরিকোস্ট, জিবুতি, ভিয়েতনাম, ব্রাজিল, আলসালভেদর, রাশিয়া, যুক্তরাজ্য, তিউনিশিয়া ও জার্মানিতে পাট রফতানি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here