পূর্ব ও পশ্চিম এই দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তাঁর অকাল মৃত্যুতে যেমন এপার বাংলা কেঁদেছে, তেমনই ওপার বাংলা থেকে শুরু করে কেঁদেছে গোটা বিশ্ব।
প্রয়াত এই ব্যান্ড শিল্পীর মৃত্যুর পর থেকে তাকে স্মরণে করা হচ্ছে বিভিন্ন গান ও কনসার্ট এর আয়োজন। এবার তাঁর স্মরণে গান করছেন কলকাতার ব্যান্ড ‘ফকিরা’র দুই সদস্য অপূর্ব দাস ও তিমির বিশ্বাস।অপূর্ব দাসের কথা ও সুরে ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিমির বিশ্বাস। পাশাপাশি সংগীতায়োজন করেছেন তিমির। তার সঙ্গে গিটার বাজিয়েছেন অপূর্ব।ইউডি সিরিজের ব্যানারে মার্চের তৃতীয় সপ্তাহে গানটি প্রকাশ করা হবে। পাশাপাশি ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।
গানটি প্রসঙ্গে অপূর্ব দাস বলেন, ‘শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চুকে হারিয়ে আমরা বুঝেছি আমরা কি হারালাম। তিনি সবসময় একজন অভিভাবকের মত ছিলেন। তাঁর প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস’।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের কিং ।