জঙ্গি ও মাদকমুক্ত হলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে : আইজিপি

0
0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। সে স্বপ্ন তখনই স্বার্থক হবে, যখন দেশ মাদক ও জঙ্গি থেকে পরিত্রাণ পাবে। উন্নয়ন তখনই সম্ভব যখন দেশটি নিরাপদ হবে, বিদেশি বিনিয়োগ আসবে।

সোমবার দুপুরে ময়মনসিংহে পুলিশ অফিসার মেস-১ থেকে জেলা পুলিশের নয়টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। কিছুদিন আগে কক্সবাজারে বেশ কিছু মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। সে রকম অনেক জেলা থেকেই মাদক ব্যবসার গডফাদার ও ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় বলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সেসব জেলাতেও যাব।

কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় আমরা তাদের সে সুযোগ দিয়েছি এবং দেব। একইভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। জঙ্গিবাদের বিরুদ্ধেও আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আমরা বাংলাদেশকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, তা বাস্তবায়নের পথে’, বলেন আইজিপি।

প্রধানমন্ত্রীর সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন তখনই বাস্তবে সম্ভব হবে, যখন দেশ মাদক ও জঙ্গিমুক্ত হবে। এ জন্য চাই নিরাপদ দেশ ও বিদেশি বিনিয়োগ। অন্য যারা এ দেশে বসবাস করতে চায় তারা নিরাপদ বোধ করলেই সেটা সম্ভব। সেই পর্যায়ে না যাওয়া পর্যন্ত মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের এ অবস্থান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ সদস্যদের একটি দলের কাছে থেকে সালাম গ্রহণ করেন আইজিপি। পরে দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-এর ক্রীড়া নৈপুণ্য উপভোগ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এরপর তিনি বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here