৩১ শতাংশ ভোট সরকারের সিস্টেমে: ড.মোশাররফ

0
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন (ডিএনসিসি) জনগণ প্রত্যাখ্যান করে ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে। জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, এতে জনগণ ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে এবং এর প্রতিবাদ হিসেবে গতকাল তারা ভোটকেন্দ্র যায়নি। তাঁর অভিযোগ, ঢাকার দুই সিটির নির্বাচনে যে ৩১ শতাংশ ভোট পড়েছে বলা হচ্ছে, সেটাও সরকার ‘সিস্টেমের’ মাধ্যমে সম্পূর্ণ করেছে।

শুক্রবার ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন অভিযোগ করেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও ২৯ তারিখ রাতে ভোট ডাকাতি হয়েছে। আমরা গতকালও একটি নাটক দেখলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আমরা দেখলাম, ভোটাররা কেন্দ্রে যায়নি, কেউ ভোট দেয়নি। পত্রিকায় দেখেছি, যারা ভোট নেওয়ার দায়িত্বে ছিলেন, তাঁরা আশ্চর্য হয়েছেন—কেন ভোটার নেই। শুধু যেসব নতুন ওয়ার্ড সৃষ্টি হয়েছে, সেখানে কিছু ভোটার ছিল।

খন্দকার মোশাররফ বলেন, ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়েছেন। এটা কোত্থেকে এল? আমাদের কাছে পরিষ্কার, একাদশ সংসদ নির্বাচনে ভোট ‘ডাকাতি’ হয়েছিল, জনগণের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি। এভাবে ৯০ শতাংশ ভোট তারা দিয়েছিল। একই প্রক্রিয়ায় গতকালও ৩১ শতাংশ ভোট পড়েছে। এটাও সরকার তার সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ করেছে।

ডিএনসিসি নির্বাচন বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটি পরিষ্কার, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মেয়র উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে গিয়ে তিনি কোনো ভোটার দেখেননি এবং ৫ শতাংশ ভোট না পড়ার কথা। তিনি বলেন, জনগণ একাদশ জাতীয় নির্বাচনে এই সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, তাতে জনগণ ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে এবং এর প্রতিবাদ হিসেবে গতকাল তারা ভোটকেন্দ্র যায়নি। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন জনগণ যে বিশ্বাস করে না, গতকালের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ সেটি প্রমাণ করেছে। এ কারণে জনগণ আজ হতাশ।

বিএনপির জ্যেষ্ঠ নেতা মোশাররফ আরও বলেন, এই যে দুটি ঘটনা, জনগণ ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেখানে বাংলাদেশ সরকার আজকে ভোটার দিবস পালন করছে। এটি অত্যন্ত হাস্যকর। ভোটার যেখানে ভোট দিতে পারে না, সেখানে আজকের স্লোগান হচ্ছে ভোটার হন, ভোট দিন। সরকারই আজকে ভোটারদের ভোটাধিকার হরণ করে ভোটার দিবস পালন করে হাস্যকর বিষয়ে পরিণত করেছে, তামাশা সৃষ্টি করেছে।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপির সামনে আজ বিরাট চ্যালেঞ্জ এবং সুযোগ। কারণ আওয়ামী লীগ এ দেশে আর গণতন্ত্র ফিরিয়ে দেবে না। বিএনপিকেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই আশা নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো পুনর্গঠন করা হচ্ছে। আর দলকে পুনর্গঠন করে আমরা ঘুরে দাঁড়াব।এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছি। আর খুব শিগগির এই সরকারের পতন ঘটিয়ে আমরা নির্বাচনে যাব।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্যসচিব আবদুর রহিমসহ দলটির নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here