রাজস্ব ঘাটতি ৩৩ হাজার কোটি টাকা

0
0

যত মাস যাচ্ছে তত সরকারের রাজস্ব আয়ের সংকট প্রকট হচ্ছে। ইতোমধ্যে অর্থবছরের ৭ মাসে রাজস্ব ঘাটতি ৩৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫১ হাজার ১০০ কোটি টাকা। এ লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর, শুল্ক ও ভ্যাট মিলিয়ে এনবিআর মোট আদায় করেছে মাত্র ১ লাখ ১৭ হাজার ৭৯৭ কোটি টাকা।

অর্থবছরের প্রথম ৭ মাসে আয়কর খাতে ৪৩ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আয় করেছে ৩৫ হাজার কোটি টাকা। আলোচ্য সময়ে এ খাতে প্রায় ৭ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে।

জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে ভ্যাট খাতে ৬০ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর। এর বিপরীতে অর্থবছরের আদায় হয়েছে ৪৬ হাজার ২৫ কোটি টাকা। এ খাতে ঘাটতি ১৩ হাজার ৯৭৫ কোটি টাকা।আমদানি-রফতানি শুল্ক অর্থবছরের প্রথম সাত মাসে ৪৮ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর। এর বিপরীতে এ খাত থেকে ৩৬ হাজার ৭৭২ কোটি টাকা আয় করেছে এনবিআর। এখাতে ঘাটতি ১১ হাজার ৩২৮ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here