বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায় : কাদের

0
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরোধীদল না থাকায় ঢাকার সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, তবে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে বিরোধী দল অংশগ্রহণ করলে এই নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার অমানবিক নয়। সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তার অসুস্থতা নিয়ে এখন তারা রাজনীতি করার পথ বেছে নিয়েছে।

পাক-ভারত সীমান্তে উত্তেজনা ও অস্থিরতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সীমান্তে যে সব সন্ত্রাসী গ্রƒপগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭শ’ ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতুটি উদ্বোধন করা হবে। আগামী ১০ মার্চ কাঁচপুরের সেতটিু প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন।

মেঘনা সেতু ও গোমতী সেতু পর্যাক্রমে এপ্রিল ও মে মাসের মধ্যেই কাজ সমাপ্ত করে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্টেসর মাধ্যমে উদ্বোধন করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি আশা প্রকাশ করে বলেন, এই তিনটি সেতু চালু হলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ঈদের সময়ে কোন ধরনের যানজট সৃষ্টি হবে না। সাধারণ মানুষ নির্বিঘেœ ঈদযাত্রা করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here