ভারতীয় আকাশসীমা লঙ্ঘন নিয়ে পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে এফ-১৬ বিমানের এয়ার টু এয়ার মিসাইলের টুকরো দেখানো হয়েছে সাংবাদিকদের। বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন। এসময় তারা বলেন, পাকিস্তান দাবি করেছিল যে ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের সময় এফ ১৬ বিমান ব্যবহার করা হয়নি। কিন্তু, ২৭ ফেব্রুয়ারি সকালে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছিল পাকিস্তানি এফ ১৬ বিমান। তাদের নিশানা ছিল, ভারতীয় সেনা ক্যাম্প। কিন্তু, ভারতীয় তরফে সতর্কতার কারণে ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। ওই বিমান থেকে এয়ার টু এয়ার আমরাম ক্ষেপণাস্ত্রের টুকরো উদ্ধার করা হয়েছে পূর্ব রাজৌরিতে ভারতীয় ভূখ- থেকে। পাকিস্তানের কাছে শুধু এফ১৬ যুদ্ধবিমান রয়েছে, যা দিয়ে এধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়, দাবি ভারতীয় যৌথ বাহিনীর সাংবাদিক সম্মেলনের।