অনিয়মের কারণে ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: শাফিন

0
0

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, বিগত কয়েকটি নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। তাই সাধারণ মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিয়ে শাফিন আহমেদ গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন।শাফিন আহমেদ বলেন, ভোটাররা হয়তো মনে করছেন তাঁদের ভোটের কোনো মূল্য নেই। এ কারণেই ভোটাররা নির্বাচনে ভোট কেন্দ্রে আসতে চাইছেন না। ভোটারদের অনুপস্থিতি লক্ষণীয়ভাবে কম, আশানুরূপ ভোটার ভোটকেন্দ্রে আসেননি।

জনপ্রিয় সংগীত শিল্পীর শাফিন আহমেদ অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, সারা দিনের পর্যবেক্ষণ দেখে মিডিয়াকে বিস্তারিত জানানো হবে।

এ সময় শাফিন আহমেদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়, জাতীয় পার্টির নেতা আনোয়ার হোনের তোতা, ফজলুর রহমান, মো. মঞ্জু, জাতীয় যুবসংহতির জাকির হোসেন, অলিউর রহমান, মোঃ সুমন, ছাত্র সমাজে নেতা আনিসুর রহমান।এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শাফিন আহমেদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here