ভিয়েতনামে ট্রাম্প-কিম বৈঠক

0
0

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পাঁচতারকা হোটেল মেট্রোপোলে বুধবার রাতে বৈঠকে করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্মেলনে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বৈঠকের আগে দু’দেশের পতাকার সারির সামনে দাঁড়িয়ে তারা দুইজনই হাসিমুখে করমর্দন করেছেন। খবর বিবিসি ও এএফপি।

বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আলোচনা খুবই সফল হবে বলে মনে করেন তিনি। তবে উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণের দাবি থেকেও যুক্তরাষ্ট্র সরবে না। কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন কি-না, এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘সেটি আমরা দেখব।’ ওদিকে কিমও বৈঠকের আলোচনা খুব সফল হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, তারা ভিয়েতনামে দ্বিতীয় বৈঠক করার পথে বাধা টপকাতে পেরেছেন এবং এখন ধৈর্য ধরা প্রয়োজন।
২০ মিনিটের সংক্ষিপ্ত বৈঠকের পরে তারা একটি নৈশভোজে যোগ দেন। বৃহস্পতিবারও তাদের মধ্যে আলোচনা চলবে। উত্তর কোরীয় নেতার সঙ্গে এই বৈঠকের সমালোচনা করায় ট্রাম্প তার নিজ দেশের সমালোচকদের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, উত্তর কোরিয়ার সাথে আমার কি করার উচিত সে ব্যাপারে ডেমোক্র্যাটসদের কথা বলাই উচিৎ না। বরং তাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত যে ওবামা প্রশাসন আট বছরে এ ব্যাপারে কেন কোন উদ্যোগ নেয়নি?’
বৈঠকের আগে ট্রাম্প ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও দেখা করেন। এক টুইট বার্তায় সম্মেলনের আয়োজক দেশটির ভূয়সী প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘পৃথিবীর অল্প কিছু এলাকার মতো ভিয়েতনামও সমৃদ্ধশালী। উত্তর কোরিয়াও শিগগিরই এরকম হতে পারে, যদি তারা নিরস্ত্রীকরণ করে।’
এবারের বৈঠককে সিঙ্গাপুরে গত বছরের জুনে হওয়া প্রথম বৈঠকের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। নিরস্ত্রীকরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রæতি না থাকায় সিঙ্গাপুরের ওই বৈঠকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন পশ্চিমা বিশ্লেষকরা। এরপর দুই দেশের মধ্যে ক‚টনৈতিক ক্ষেত্রে সামান্য অগ্রগতি দেখা গেলেও নিরস্ত্রীকরণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। সমালোচকদের সুনির্দিষ্ট অগ্রগতির প্রমাণ দেখাতে এবার তাই বৈঠকে দুই নেতাই মরিয়া থাকবেন বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প অবশ্য শীর্ষ সম্মেলন শুরুর আগেই প্রত্যাশার লাগাম টেনে ধরেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে তাড়াহুড়ো নেই তার। তিনি বলেন, ‘আমি কারও ক্ষেত্রেই তাড়াহুড়ো করতে চাই না। কেবল পারমাণবিক অস্ত্রের পরীক্ষা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত তারা পরীক্ষা করছে না, ততক্ষণ আমরা খুশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here