বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আরও মামলা হতে পারে: দুদক

0
0

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আরও নতুন মামলা হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ ঘটনায় আগে দায়ের হওয়া ৫৬টি মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কৌশলপত্র-২০১৯ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা জানান। তিনি জানান, ব্যাংকার, ব্যবসায়ী, ঋণগ্রহীতাদের মধ্যে যারা আসামি তারাও দ্রুত চার্জশিট চান।

ইকবাল মাহমুদ বলেন, আমরা চেষ্টা করছি, ব্যাংকের টাকাটা জনগণের। লুটপাট হওয়া টাকা ব্যাংকে ফিরে আসুক, এটা জনগণ চায়। বেসিক ব্যাংকের প্রায় ১৫শ’ কোটি টাকা নগদ জমা হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, দুদকের মামলার কারণে দেশের ব্যাংকিং খাতে চুরি হওয়া কয়েক হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে অভিযান চলবে। কাউকেই ছাড় দেবো না।

প্রসঙ্গত, ২০০৯-১২ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখতে মাঠে নামে দুদক। প্রায় চার বছর অনুসন্ধান শেষে ২০১৫ সালে অনিয়ম-দুর্নীতির ঘটনায় ১৫৬ জনকে আসামি করে রাজধানীর তিন থানায় ৫৬টি মামলা করে দুদক। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বেসিক ব্যাংকের ২৬ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here