দেশকে এমনভাবে গড়ে তুলবো, যেন সারা বিশ্ব তাকিয়ে থাকে: প্রধানমন্ত্রী

0
0

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন ধাপে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, দেশকে এমনভাবে গড়ে তুলবো, যেন সারা বিশ্ব তাকিয়ে থাকে।

রোববার টানেল নির্মাণকাজের উদ্বোধন শেষে নগরীর পতেঙ্গায় এক সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।এ সময় শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে এসেছে। উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারই আরেকটি নতুন ধাপে আমরা প্রবেশ করলাম। সেটা হলো কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণ।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এত বিশাল একটা নদীর নিচ দিয়ে প্রথম টানেলটা বাংলাদেশেই নির্মিত হচ্ছে। ২০১০ সালেই এই টানেল নির্মাণের ঘোষণা দিয়েছিলাম,’ যোগ করেন সরকারপ্রধান।বেলা ১১টার দিকে বিমানে করে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় টানেল নির্মাণ এলাকায়। এ ছাড়া এদিন তিনি বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েও উদ্বোধন করেন। এটি নির্মিত হচ্ছে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নয় হাজার ৮৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা তিন হাজার ৯৬৭ কোটি ২১ লাখ টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা পাঁচ হাজার ৯১৩ কোটি ১৯ লাখ টাকা। দুটি টিউবসংবলিত মূল টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার এবং টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৭২৭ মিটার ওভারব্রিজ।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত জ্যাং জোউ অনুষ্ঠানে বক্তৃতা করেন।অনুষ্ঠানে টানেলের নির্মাণকাজের কনসালট্যান্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে টানেলের একটি রেপ্লিকা উপহার দেওয়া হয়।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না উল্লেখ করে ৭৫-পরবর্তী শাসকদের অপশাসনের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, হ্যাঁ, মাঝে ২১টি বছর বাঙালির জীবন থেকে হারিয়ে গেছে। অসম্মানের চরম অবস্থায় বাংলাদেশ চলে গিয়েছিল। আমরা সেই অবস্থা থেকে বাংলাদেশকে আবার ফিরিয়ে এনে আবার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলছি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আবার নতুন প্রজন্ম জানতে পারছে এবং দেশ এগিয়ে যাচ্ছে।

৭৫-পরবর্তী সময়ে বহির্বিশ্বে বাংলাদেশের যে পরিচয় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ; বাংলাদেশ হলেই একটি নেতিবাচক মনোভাব তা তাঁকে ভীষণ পীড়া দিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
জিনিসটা খুব কষ্ট লাগত, না এটা হতে পারে না।

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের কল্পিত দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পদ্মা সেতু নিয়ে যখন এত কিছু হয়ে গেছে, তাই এটার সঙ্গে আর কোনো নাম যুক্ত হওয়ার দরকার নাই।ওবায়দুল কাদের তাঁর বক্তৃতায় পদ্মা সেতুটি প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা পদ্মা সেতু’ করার প্রসঙ্গ টেনে এনে বক্তব্য প্রদানের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার মন্ত্রীকে বলব এখানে রাগ, ক্ষোভের কিছু নেই। আমি কোনো নামও চাই না। আমি কিছুই চাই না। জীবনে কোনো কিছু আমার চাওয়া-পাওয়ার নেই।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, নইলে আমার মতো একদিনে যখন কেউ সব আপনজন হারায়, তাঁদের পক্ষে এত কাজ করা সম্ভব হয় না।’ তিনি এসব কাজ করে যাচ্ছেন একটা আদর্শের জন্য, কারণ তাঁর বাবা এ দেশের জন্য সারাটা জীবন কাজ করেছেন, তাঁর মা কষ্ট করেছেন এবং তাঁরা এ দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে গেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি যদি এতটুকু কাজ সেই গরিব-দুঃখী মানুষের জন্য করতে পারি, আমার জীবনে সেটাই সবচেয়ে বড় সার্থকতা। এর বাইরে আর কিছু চাওয়ার নেই।

কারণ এর বাইরে আমরা আর কোনোদিকে তাকাইও না, দিন-রাত অক্লান্ত পরিশ্রম করি ওইটুকু চিন্তা করে—আমার দেশের গরিব, দুঃখী মানুষ যেন গৃহহারা না থাকে, প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসাসেবা পাবে, সুন্দরভাবে বাঁচবে,যোগ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমরা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি।

প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশকে সহযোগিতার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুপ্রতিম দেশগুলো সকলেই এগিয়ে এসেছে, যার কারণে আমরা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারছি। কাজেই সকলে দোয়া করবেন বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে যেন গড়ে তুলতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি কাজ করতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে যা যা করা দরকার আমি তা-ই করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঙ্গবন্ধু টানেলের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করলো। টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে যুক্ত করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি কক্সবাজারের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপিত হবে। এতে চট্টগ্রাম শহরের যানজট কমাসহ যাতায়াতের সময়ও অনেকাংশে কমে যাবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে চাই। যেসব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি সেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া, সড়ক উন্নয়নেও সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগ সরকারের অবদান। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। এছাড়া, শহরে যাতে যানজট সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির প্রমাণ দিতে পারেনি বিশ্বব্যাংক। কিন্তু আমার দুর্ভাগ্য যে দেশের মানুষই দেশের দুর্নাম করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here