বিএনপির মুখে অগ্নিকান্ড নিয়ে মন্তব্য শোভা পায় না: তথ্যমন্ত্রী

0
0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন, চকবাজারের অগ্নিকান্ড নিয়ে সরকারকে দায়ী করে বিএনপির মন্তব্য একটি অপপ্রয়াস। তাদের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, ‘যে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদের মুখে অগ্নিকান্ড নিয়ে এমন মন্তব্য শোভা পায় না।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের দ্বি-বার্ষিক সম্মলেন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মর্মান্তিক এ ঘটনায় প্রধানমন্ত্রী বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিক নির্দেশনা দিয়েছেন। সরকার পূর্ণ তৎপর রয়েছে। বিরোধী দলগুলোর উচিত এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।

জাতীয় ঐক্যফ্রন্ট আহূত গণশুনানির বিষয়ে মন্ত্রী বলেন, দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণশুনানির নামে নাটক না করে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো।অনুষ্ঠানে এ বছর একুশে পদকপ্রাপ্ত তিন শিল্পী সুবর্ণা মুস্তাফা, লিয়াকত আলী লাকী ও লাকী ইনামকে অভিনয় শিল্পী সংঘের সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহদিুল আলম সাচ্চুর সভাপতিত্বে সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমদে, আফসানা মিমি, মাহফুজ আহমদ, তানভীন সুইটি, তানিয়া আহমেদসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here