জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ডাকটিকেট, খাম ও বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়।জানা গেছে, ‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তীতে প্রতিটি ১০ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজীবুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজীবুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব অশোক কুমাড় বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমাড় মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটোলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিডিও/প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা করা আছে।