কোন কিছুতেই কুয়াকাটাগামী মহাসড়কে চাঁদাবাজী থামছেনা। কলাপাড়া পৌরসভার টোলের নামে শেখ কামাল সেতুর সংযোগ সড়কে এ চাঁদাবাজী চলছে ফ্রি-স্টাইলে। রশিদ দিয়ে একটি চক্র এ চাঁদাবাজী করে যাচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। কুয়াকাটায় আসা-যাওয়া পর্যটক দর্শনার্থী এ কারণে এখন ভোগান্তির কবলে পড়েছেন। পাশাপাশি দৈনিক অন্তত ২০-৩০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চিহ্নিত একটি চক্র।
বহুবার কয়েকদফা উপজেলা আইনশৃঙ্খলার সভায় বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু থামেনি চাঁদাবাজী। ২১ ফেব্র“য়ারি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনে চাঁদাবাজীর মহোৎসব চলে। খুলনা থেকে আসা ইমন পরিবহনের একটি বাসে একদল পিকনিক পার্টি আসে কুয়াকাটায়। বাসের চালক (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৮৪) আলমগীর হোসেন জানান, তিনি শুক্রবার সকালে কলাপাড়ার শেখ কামাল সেতুর উত্তর পাড়ের সংযোগ সড়কে কলাপাড়া পৌরসভার টোলের জন্য ১৫০ টাকা দিতে বাধ্য হয়েছেন। তাকে এক শ’ টাকার একটি রিসিভ দেয়া হয়েছে। যার রিসিভ নম্বর ১৪৭৭। আলমগীর জানালেন, আর কোন জায়গায় এভাবে পৌরসভার টোলের নামে চাঁদা দিতে হয়নি। সড়ক ও জনপথ বিভাগের সড়ক দিয়ে যাওয়ার সময় এ চাঁদা আদায় করা হয়েছে। পৌরসভার বাসস্ট্যান্ড কিবং পৌরশহরের কোন জায়গা ব্যবহার না করলেও চাঁদা দেড় শ’ গুনতে হলো আলমগীরকে। এ তিনদিনে অন্তত পিকনিক পার্টির ছয় শ’ বাস কুয়াকাটায় যাওয়া-আসা করেছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে দেড় শ’ টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ বলেছেন পর্যটকের বাস থেকে টোল নেয়ার সুযোগ নেই। এটি যারা করছে এর দায়-দায়িত্ব তাঁদের। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একাধিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে, সাতজনের একটি গ্রুপ দীর্ঘদিন এভাবে কুয়াকাটাগামী পর্যটক-দর্শনার্থীর বাস আকে ফ্রি-স্টাইলে চাঁদাবাজী করছে। ফলে সরকারের ভাবমুর্র্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি বলেন, যেই হোক চাঁদাবাজীর কোন সুযোগ নেই। আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।