চকবাজারে আগুন:৪৬ জনের পরিচয় শনাক্ত, ডিএনএ সংগ্রহ ১৫ জনের

0
0

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনে নিহতদের মধ্যে ৪৬ জনের লাশ শনাক্ত করা হয়েছে। বাকি ২১ জনের মধ্যে ১৫ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বাকিদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য শনিবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকা মেডিক্যাল মর্গ অফিসে থাকবে। এরপর থেকে সিআইডির ল্যাবে যোগাযোগ করতে হবে।

শুক্রবার (২২ অক্টোবর) সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ এনালিস্ট নুসরাত ইয়াসমিন গণমাধ্যমকে এই কথাগগুলো বলেন। তিনি বলেন, আজ সকাল ৯.৫০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমরা ডিএনএ নমুনাগুলো সংগ্রহ করেছি। আমাদের একটি অত্যাধুনিক ডিএনএ ল্যাবরেটরি আছে, সেখানে এই নমুনাগুলো পরীক্ষা করা হবে।

নুসরাত ইয়াসমিন বলেন, যারা নমুনা দিয়েছে তাদের তালিকা আমরা ঢাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করবো।তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। নিহতদের ডিএনএ নমুনার সঙ্গে স্বজনদের ডিএনএ মিলে গেলেই পুলিশের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।তিনি বলেন, বেশিরভাগই মরদেহ পোড়া, এ কারণে আমাদের সময় লাগবে। এক্ষেত্রে ছয় মাস সময় লেগে যেতে পারে। ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা হিসেবে স্বজনদের রক্ত ও বাকল সোয়াব নেওয়া হয়েছে। শনাক্তের ক্ষেত্রে বাবা-মায়ের নমুনা হলে শনাক্ত করতে সহজ হবে। বাবা মা না থাকলে সন্তান এবং স্বামী-স্ত্রীর নমুনা নেওয়া হচ্ছে। এরপর কাউকে না পাওয়া গেলে ভাইবোনের নমুনা নেওয়া হবে।

এদিকে,ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চকবাজারের আগুনে নিহতদের লাশ শনাক্তকরণ ও হস্তান্তর প্রক্রিয়া চলছে। গতকালের (বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি) মতো আজও (শুক্রবার, ২২ ফেব্র“য়ারি) ঢামেকে নিহতদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে। লাশ শনাক্ত করতে স্বজনদের অনেকে ডিএনএ স্যাম্পল দিচ্ছেন।শুক্রবার দুপুর পর্যন্ত ৪৬টি লাশ শনাক্ত ও হস্তান্তর করা হয়েছে। এখনও ২১ জনের লাশ রাজধানীর বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা আছে। স্বজনদের খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে এসব লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।

তিনি বলেন, শুক্রবার শুধু টাঙ্গাইল জেলার মো. সোলায়মানের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এনিয়ে মোট মরদেহ হস্তান্তর করা হলো ৪৬ জনের। বাকি ২১ টি মরদেহ বিভিন্ন মর্গে রয়েছে। তাদের স্বজনদের ডিএনএ স্যাম্পল গ্রহণ করছে সিআইডি।ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও মরদেহের সঙ্গে নিয়ম অনুযায়ী ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, ২২টি মরদেহ বেশি পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হচ্ছে। তাই সকাল ১১টা থেকে সিআইডির একটি দল ডিএনএ স্যাম্পল নেওয়া শুরু করেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হিমাগারে রয়েছে তিনজনের মরদেহ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মর্গে পাঁচজনের, মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঁচজনের, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঁচজনের ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে তিনজনের মরদেহ রাখা আছে।ঢাকা মেডিক্যাল মর্গ অফিসে অবস্থানরত চকবাজার থানার কনস্টেবল কামরুল হাসান বলেন, আজ বেলা ১২টা পর্যন্ত আটজনের মরদেহ শনাক্ত করতে স্বজনের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া দিনব্যাপী চলমান থাকবে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের ফিল্ড অফিসার শারমিন আক্তার বলেন, এখনও কতজন মিসিং আছে তা আমরা বলতে পারছি না। দেখা যাচ্ছে স্বজনরা ফরম পূরণ করে মরদেহ বুঝে নিচ্ছেন। তাই ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সব ফরম নিয়ে বসে সিদ্ধান্ত দিতে পারবো কতজন মিসিং আছে।উল্লেখ্য, বুধবার (২০ ফেব্র“য়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ১০ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নিহত হয়েছেন ৭০ জন। আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তি। যারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here