গণশুনানিতে গণআদালত প্রতিষ্ঠার দাবি বিএনপি প্রার্থীদের

0
0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে এমনটি তুলে ধরতে জেলায় জেলায় গণ আদালত প্রতিষ্ঠার দাবি করেছেন বিএনপির পরাজিত প্রার্থীরা।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত ‘গণশুনানিতে’ অংশ নিয়ে তারা এ দাবি করেন।নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতি করেছে এমন অভিযোগ করে বিএনপির প্রার্থীরা বলেন, ৩০ ডিসেম্বর ভোট হয়নি। ভোট হয়েছে ২৯ ডিসেম্বর রাতে। হামলা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

শুক্রবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই গণশুনানি শুরু হয়। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে গণশুনানির বিচারক প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, শিক্ষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, সাবেক বিচারক আ ক ম আনিসুর রহমান খান ও আইনজীবী মহসিন রশিদ।

শুনানির শুরুতেই নির্বাচনের দিন কি হয়েছিল সেটি তুলে ধরে বক্তব্য দেন লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আমি বলবো গত ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। ওই দিন দেশে ভোট ডাকাতি হয়েছে। আমার এলাকায় ৭টি কেন্দ্রে শতভাগ ভোট কাষ্ট হয়েছে বলে বলা হয়েছে। দেখা যায় সেখানে অনেক মৃত মানুষও ভোট দিয়েছে। এই হলো আমাদের নির্বাচনের অবস্থা। আমার নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে।কুড়িগ্রাম-২ আসনের গণফোরাম ও ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) আমসা আমিন বলেন, ৩০শে ডিসেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। একটি কেন্দ্রে ধানের শীষে ভোট পড়ায় ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ব্যালট পেপার পুড়িয়ে ফেলেছিল। সেদিন তারা ব্যালট নয় গণতন্ত্রকে পুড়িয়েছিল। সংবিধান ও জনগনের ভোটের অধিকারকে পদদলিত করেছে।

যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের আগে আমার উপর তিন দফায় হামলা হয়েছে, আমার এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, ভোটের দিন সকাল ১০ টার মধ্যে সব ব্যালট শেষ হয়ে যায়। এটা কিসের ভোট হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ভোট ডাকাতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জেলায় জেলায় গণ আদালত বসিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। ওই আদালতে জনগণ তার রায় দেবে। এক দফা কর্মসূচি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী রুমানা মাহমুদ তার কর্মী মেরি বেগমকে নিয়ে হাজির হন গণশুনানিতে। রুমানা মাহমুদ বলেন, আমাদের উপর পুলিশ গুলি চালিয়েছে। আমরা প্রচার প্রচারণা করতে পারিনি। আমার নেতা কর্মীদের মামলা দিয়ে জেলে রেখেছে। এ সময় রুমানা মাহমুদের কর্মী মেরি বেগম বলেন, নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় আমাকে গুলি করা হয়েছে। তাতে আমার দুটি চোখই অন্ধ হয়ে গেছে। তাতেও আমার দু:খ নাই। যদি নির্বাচন সুষ্ঠু হতো। কিন্তু সেটি নির্বাচন কমিশন করতে পারেনি। নির্বাচন কমিশনের কাছে আমার ভোটের অধিকার চাই, নইলে আমার চোখ ফেরত চাই।
বরিশাল-৬ আসনের আবুল হোসেন খান বলেন, এটা নির্বাচন ছিল না। এটা ছিল রাষ্ট্রীয় ডাকাতি। প্রশাসনের বিভিন্ন বাহিনীর সহযোগীতা নিয়ে সরকার সুচারুভাবে রাষ্ট্রীয় ডাকাতি করেছে। এর বিরুদ্ধে গণআদালত প্রতিষ্ঠা করে জনগণের রায় নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

পিরোজপুর-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে এসব শুনানি করে কোনো ফল পাওয়া যাবে না। আন্দোলনের কর্মসূচি দিন। রাজপথেই সমাধান সম্ভব। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।এছাড়াও, বিরতি পর্যন্ত গাজীপুর-৩ আসনের ইকবাল সিদ্দিকী, পাবনা-৪ আসনের হাবিবুর রহমান হাবিব, মাদারিপুর- ৩ আসনের আনিছুর রহমান খোকন, বরিশাল- ৪ আসনের নুরুর রহমান জাহাঙ্গীর, হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া, নরসিংদীর খায়রুল কবির খোকন তাদের বক্তব্য তুলে ধরেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই অধিবেশনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।গণশুনানির শুরুতে চকবাজারে আগুনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকপ্রস্তাব পাঠ করেন।গণশুনানির শুরুতে ড. কামাল হোসেন বলেন, তাঁরা বিচারক নন। বিচার করার ক্ষমতা তাঁদের নেই। বিচার হবে নির্বাচনী ট্রাইব্যুনালে। গণশুনানিতে যে বক্তব্য আসবে, তা পরবর্তী সময়ে বই আকারে প্রকাশ করার কথা জানান কামাল হোসেন।

৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় সরকার যা ইচ্ছা তাই করছে। এ জন্য সরকারকে জবাবদিহিও করতে হয় না।ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের সভাপতিম-লীর সদস্য রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন, সাদাপোশাকে তাঁর কর্মীদের তুলে নেওয়া হয়। নির্বাচনের দেড় মাস আগে থেকেই কর্মীরা বাড়িছাড়া হয়েছেন।

ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম বলেন, সভা-সমাবেশ করতে মঞ্চ তৈরির জন্য নিজের এলাকা থেকে লোক পাওয়া যায় না। বাইরে থেকে লোক আনতে গেলে বাধা দেওয়া হয়। মুন্সিগঞ্জ থেকে মাইক ভাড়া করে আনতে হয়েছে বলে জানান আকরাম।গণশুনানিতে আরও উপস্থিত হন বিএনপির নেতা আবদুল মঈন খান, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here