বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, কোন স্বৈরাচর সরকার টিকতে পারেনি এ সরকারও পারবেনা। ৩০ ডিসেম্ভর নির্বাচনের নামে হয়েছিলো একটা নাটক । রাষ্ট্রযন্ত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে.কিন্তু ২৯ ডিসেম্ভর রাতেই ফলাফল নির্ধারণ করা হয়েছিলো। দলপূর্ণ গঠন হবে এখন প্রয়োজন খালেদা জিয়াকে মুক্ত করা। আর এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি শনিবার দুপুরের মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তার মুন্সীগঞ্জ মডেল স্কুলের অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলায় নির্যাতিত নেতা কর্মিদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী হয়ে আর একজন নারীকে কিভাবে এমন নির্যাতন করে জেলে খানায় আটকে রাখতে পারে সেটা জাতী দেখেছে। সামনে আরো নির্যাতন আসবে । আমাদের বর্তমান একটাই লক্ষ দেশনেত্রী বেগম খাদেলা জিয়াকে মুক্ত করে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করা । জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্ট ড.শাহিদা রফিক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম,যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ,সদর উপজেলাবিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদসহ জেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলার নির্যাতিত নেতাকর্মিরা নির্যাতনের বর্ননা দিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। নির্যাতিত নেতা কর্মিরা জানান,হামলা মামলায় শাররিক আর্থীক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ্য হয়েছেন তারা । বেগম জিয়াকে মুক্ত করতে দ্রুত কঠোর আন্দোলনের ডাক দেয়ার পরামর্শ দেন নির্যাতিত নেতাকর্মীরা।