চকবাজারে অগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

0
0

ঢাকার চকবাজারে অগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, অগ্নিদগ্ধদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। ঢাকা মেডিকেলসহ কয়েকটি হাসপাতালকে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিমতলির ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে চকবাজারের এ ঘটনা।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়াসী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন উপস্থিত মন্ত্রীর সঙ্গে ছিলেন।বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার চকবাজারে চুড়িহাট্টার ওয়াহিদ চেয়ারম্যানের চারতলা ভবনটিতে প্রথমে আগুন লাগে, এরপর তা ছড়িয়ে পড়ে পাশের একটি, পেছনের একটি এবং সরু গলির বিপরীত পাশের দুটি ভবনে।

এতে কমপক্ষে ৮১ জন নিহত হন।ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ বলেছেন, তারা ৬৭টি লাশ পেয়েছেন।আর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের হিসাবে লাশ ৭০টি। তবে কয়েকটা ব্যাগে খন্ড খন্ড ডেডবডি ছিল। সম্পূর্ণ ডেডবডি হয়ত ৬৭টি হতে পারে।নিহতদের অনেকের দেহ এতই পুড়েছে যে শনাক্ত করার অবস্থা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here