ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে হলগুলোর প্রাধক্ষ্য কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম দেওয়া হয়।
হলগুলোর অফিস কক্ষে কার্যালয়ে হল প্রাধক্ষ্যরা ফরম বিতরণ করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই মনোনয়ন বিতরণ। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে এই মনোনয়ন ফরম দেওয়া।
এখন পর্যন্ত ছাত্রলীগ বা ছাত্রদলের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র নেয়নি। তবে ব্যক্তিগতভাবে অনেকেই ফরম সংগ্রহ করছেন।অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্রের দাবি, ঢাবি উপাচার্য কার্যালয় ঘেরাও
হলের বৈধ কার্ড দেখিয়ে বিনামূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেকোনো শিক্ষার্থী এই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
এদিকে, আসছে ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচনকে অযোগ্য ঘোষণাসহ চারদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদ।মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভিসি লাউঞ্জে গিয়ে তারা এই স্মারকলিপি দেন। স্মারকলিপি পড়ে শোনান পরিষদের সাধারণ সম্পাদক আল মামুন।
তাদের চারদফা হলো ডাকসু নির্বাচনে প্রতিটি হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সংযোজন করা, ছাত্র শিবিরকে নিয়ে মধুর ক্যান্টিনে প্রবেশের অভিযোগ তুলে তারা ছাত্রদলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে।এছাড়া, তাদের আরও দুটি দাবি হলো কোটা সংস্কার ফেসবুক গ্রুপে, পেজে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ঢাবি ভিসিকে কটুক্তি ও অবমাননা করার অপরাধে অ্যাডমিন মডারেটরদের ভর্তি বাতিল করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা এবং ভিসির বাসভবনে হামলাকারী ও উসকানীদাতাদের আইনের আওতায় আনা।
বিজ্ঞাপনভিসি অধ্যাপক আখতারুজ্জামান স্মারকলিপি গ্রহণ করে তা বিবেচনা করার আশ্বাস দেন।