রাবিতে নাট্য বিষয়ক কর্মশালা

0
0

নাট্যশিক্ষার প্রয়োগ কৌশল বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকর্মীদের অবহিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে নাট্যনির্দেশক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটক ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক গোলাম সারোয়ার কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় নাট্যকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন ‘আমরা শিল্প-সংস্কৃতির যে চর্চা করি এটি সবাই করতে পারে না। যারা অপরাজনীতি করে তাদের পক্ষে সংস্কৃতির চর্চা করা সম্ভব হয় না। এর মূল কারণ সংস্কৃতিতে মিথ্যা, কপটতা, চুরি নেই। একইভাবে শিল্প-সংস্কৃতিতে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংস্কৃতি আমাদের গর্ব। এটি আমাদের ভালো করে অনুধাবন করতে হবে যার একটি গৌরবগাঁথা ইতিহাস রয়েছে। আমি সর্বোপরি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখাকে অভিবাদন জানাই তাদের এমন সময়োপযোগী উদ্যোগের জন্য।’

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মেহেদী, জোটের সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম সুইট প্রমুখ। অনুষ্ঠানটি জোটের সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাব সঞ্চালনা করেন। কর্মশালায় অংশ গ্রহণ করেন সংগঠনের প্রায় ৪০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন।

জান্নাতুল ফেরদৌস
রাজশাহী বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here