মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন

0
0

দেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনায় টঙ্গীর তুরাগ নদের তীরে লাখ লাখ অশ্রুসিক্ত মুসল্লির আল্লাহ দরবারে ফরিয়াদের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।শনিবার সকাল সাড়ে ১০টার পর ইজতেমার ময়দানের খিত্তা, রাজপথ, আশপাশের ভবন যে যেখান থেকে পরেছেন দুই হাত তুলে ইজতেমার মোনাজাতে শরিক হন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের।

মাওলানাজোবায়েরপন্থীদের ব্যবস্থাপনায় আজ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এই ধাপে জোবায়েরপন্থী আলেম-ওলামা কওমিপন্থী তাবলিগ জামাতের অনুসারী মুসল্লিরা অংশ নেয়। কাল থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার দ্বিতীয় পর্ব।

ইজতেমার মোনাজাতে যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি নানা বিড়ম্বনাকে উপেক্ষা করে ঢাকাসহ আশপাশের জেলা থেকে সকালেই টঙ্গীর ইজতেমা ময়দানে ছুটে আসে। আগের দিন জুমার দিন হওয়ায় সকাল থেকেই টঙ্গী ও আশপাশ এলাকার লাখো মুসুল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। নামাজের আগেই ইজতেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে যায়।

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের দুই দিনব্যাপী বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।অন্যান্য বছরের মতো এবারও উপস্থিত লাখ লাখ মুসল্লির উদ্দেশে যথারীতি তাবলিগের ছয় উসুল অর্থাৎ কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহীহ নিয়ত ও তাবলিগ বিষয়ে আমবয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্বের দুদিনের কার্যক্রম শুরু হয়।

এদিকে, টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে সাদবিরোধী ও মাওলানা জুবায়েরের অনুসারীরা মাঠ ছেড়ে যাচ্ছেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মোনাজাত শেষে তারা ইজতেমা মাঠ ছাড়তে শুরু করেন।রোববার বাদ ফজর থেকে মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ইতোমধ্যে ইজতেমা মাঠে সাদের অনুসারীদের কেউ কেউ ঢুকতে শুরু করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি (মিডিয়া) রুহুল আমিন সরকার জানিয়েছেন, ‘ইজতেমার প্রথম অংশে যারা অংশ নিয়েছেন তারা স্বেচ্ছায় চলে যাচ্ছেন। এরপরও যারা এখনও যাননি তাদের অনুরোধ করে বলা হচ্ছে, আপনারা চলে যান অন্যদের আসার সুযোগ দেন। তবে সন্ধ্যা পর্যন্ত সময় রয়েছে তাদের। এরমধ্যেই তারা চলে যাবেন বলে আশা করছি।অপর অংশ মাঠে প্রবেশ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অপর অংশকে সন্ধ্যার পর মাঠে আসার অনুরোধ জানানো হয়েছে। তবে এখন কেউ কেউ ছড়িয়ে ছিটিয়ে ঢুকছেন।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে মোনাজাত শুরু করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হযরত মাওলানা মুহাম্মদ জোবায়ের। আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করা হয়। টানা ২৪ মিনিট আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগ তীরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাওলানা জোবায়ের মোনাজাতের প্রথম ১৩ মিনিট কোরআন পাঠ করেন। শেষ অংশে দোয়া করা হয় বাংলা ভাষায়।

মোনাজাত উপলক্ষে টঙ্গী,গাজীপুর, উত্তরাসহ আশপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণী বিতান ও অফিসসহ প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। লাখ লাখ মানুষ মোনাজাতে অংশ নেন। সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের পাশের বাসা-বাড়ি, কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন। যে দিকেই চোখ যায় শুধু টুপি-পাঞ্জাবি পরা মানুষ। ইজতেমাস্থলের চারপাশের ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। মোনাজাতে মুসলমানদের ঈমান মজবুত, পাপ মোচন ও মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। আখেরি মোনাজাতে পুরুষের পাশাপাশি বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী অংশ নেন।

মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদফতর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নেয়। এর মধ্যে গণযোগাযোগ অধিদফতর ইজতেমা ময়দান থেকে আব্দুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু ও আশপাশের অলি-গলিতে পর্যাপ্ত মাইক সংযোগ দেওয়া হয়। মোনাজাত ঘিরে মাঠ ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে মুসল্লি বেশে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন আছে।মোনাজাত শেষে ইজতেমা ময়দান ছেড়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। এর আগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) হেলিকপ্টারে চড়ে ইজতেমা ময়দানে আসেন আহমদ শফী।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সাদ অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের ৫৪তম বিশ্ব ইজতেমা শেষ হবে। আগামী বছর ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here