চবিতে বোমা নিয়ে রাতভর আতঙ্ক, সকালে মিলল বেগুন

0
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বোমার মতো বস্তু পড়ে থাকতে দেখে রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমাটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করতে সারা রাত চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তোড়জোড় চলে। কিন্তু সকালে দেখা যায়, বস্তুটি আসলে বোমা নয়, এটি একটি বড় বেগুন!

চবির ছাত্ররা জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি বোমার মতো বস্তু দেখা যায়। এর পর থেকেই পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে রাখে পুলিশ।

কালো টেপে মোড়ানো চ্যাপ্টাকৃতির বস্তুটি বোমা কি না, বিষয়টি নিশ্চিত করতে এবং সেটি নিষ্ক্রিয় করতে ডাক পড়ে সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, শুক্রবার সকাল ১০টায় চৌকস এ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে আধুনিক বোমা নিষ্ক্রিয়করণ যন্ত্রপাতির সহায়তা নিয়েই কাজে নেমে পড়েন। চারপাশ পর্যবেক্ষণের পর সকাল সাড়ে ১০টার দিকে দূর থেকে এটিকে ফাটিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়। পরে দেখা যায় কালো টেপে মোড়ানো একটি বেগুন! এর দুই পাশে লাল কালো বৈদ্যুতিক তার যুক্ত ছিল।

ওসি বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। যে বা যারাই করে থাকুক, দ্রুত খুঁজে বের করা হবে।এদিকে সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য রাজেশ বড়ুয়া জানান, একটি বেগুনে দুটি তার ও কালো টেপ মুড়িয়ে বোমার মতো করে সেটি রেখে যাওয়া হয়েছিল। এর চারদিকে সংযুক্ত ছিল লাল বৈদ্যুতিক তার। এটি দেখতে অবিকল হ্যান্ড গ্রেনেডের মতো। আতঙ্ক ছড়াতে কেউ এ কাজ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here