তিন যুগল একসাথে জাতীয় সংসদে

0
0

তিন যুগল এবার একসাথে বসেছেন একাদশ জাতীয় সংসদে। জাতীয় নির্বাচন ও সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বসতে যাচ্ছেন তারা। এদের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন বিরোধীদল জাতীয়পার্টির নেতা জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সিনিয়রভাইস চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। আর বাকি দুই সাংসদের স্ত্রী নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত আসন থেকে। সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বসতে যাচ্ছেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন্নেসা খান এবং স্বতন্ত্র সাংসদ সহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম।

ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন দাখিল করেছেন স্ত্রী লুৎফুন্নেসা খান। লক্ষ্মীপুর-২আসন থেকে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য সহিদ ইসলাম পাপুল। আর স্বতন্ত্র প্রার্থীদের জোট থেকে মনোনয়ন পেয়েছেন স্ত্রী সেলিনা। গত সোমবার (১১ জানুয়ারি) ইসি সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেন দুই প্রার্থী। কমিশনে প্রার্থিতাও বৈধ হয়েছে তাদের। এদিকে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের নির্বাচিত হওয়াটাও প্রায়নিশ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here