নোয়াখালীতে ভারতীয় হাই কমিশনারের ভিসা সেন্টার পরিদর্শণ

0
44

চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্স এ সম্প্রতি চালু হওয়া ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শণ করেছেন ভারতীয় হাই কমিশনার (ভারপ্রাপ্ত) আদর্শ সোয়াইকা ( Adarsh Swaika)| রোববার সকাল ৯ টায় এ ভিসা সেন্টার পরিদর্শণ কালে তার সাথে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি, ফাস্ট সেক্রেটারী মিস নবনিতা চক্রবর্তী, সেকেন্ট সেক্রেটারী বিষাদ জয়তী দাস, ঢাকাস্থ ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধূরীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

ভিসা সেন্টার পরিদর্শন শেষে ভারতীয় হাই কমিশনার (ভারপ্রাপ্ত) আদর্শ সোয়াইকা ( Adarsh Swaika)| বলেন, ভিসা সেন্টার চালু হওয়ায় ভিসা জটিলতার ভোগান্তি কমার পাশাপাশি দুই দেশের মানুষের সাথে ভাতৃত্বের মেলবন্ধন তৈরি হবে এবং দুই দেশের চিকিৎসা সেবাসহ বানিজ্যের পরিধি বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here