টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) চলচ্চিত্র নায়ক ফারুককে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করবে। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০১৯ইং বুধবার বিকাল ৪.৩০টায় ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ট্রাব আওয়্যার্ড- ২০১৮ প্রদান অনুষ্ঠানে চিত্রনায়ক ফারুককে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ নাটক, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে জুরী বোর্ডের রায়ে শ্রেষ্ঠত্বের বিচারে বিভিন্ন শাখায় ট্রাব আওয়্যার্ড প্রদান করা হবে।
আকবর হোসেন পাঠান দুলু (জন্ম: ১৮ আগস্ট, ১৯৪৮) যিনি ফারুক নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৮ সালে আজীবন সম্মাননা অর্জন করেন। বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সংগঠন থেকে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা- ১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।