স্পিকার শিরীন শারমিন, চিফ হুইপ নূর-ই-আলম

0
0

যাত্রা শুরু করলো একাদশ জাতীয় সংসদ। নতুন এই সংসদে টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদে চিফ হুইপের দায়িত্ব সামলাবেন মাদারীপুরের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। আজ বুধবার বিকাল ৩টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন। সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নিয়মানুযায়ী স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তা সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী। এই প্রস্তাবটি ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।

পরে অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন। এদিকে, সংসদে চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন মাদারীপুরের সাংসদ নূর-ই-আলম চৌধুরী লিটন। তার সঙ্গে হুইপ হিসাবে থাকছেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের সামশুল হক চৌধুরী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার প্রধান হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। পরে সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। চিফ হুইপ একজন মন্ত্রীর এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে। ২৯৯ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে দলটি, জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র ৮টি আসন পেয়েছে।

গত ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ ও এর জোটসঙ্গী দলগুলোর নির্বাচিতরা। ভোটের ফল প্রত্যাখ্যানকারী বিএনপির বিজয়ী সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় তাদের ছাড়াই বসেছে প্রথম অধিবেশন। দশম সংসদের মতো একাদশেও বিরোধী দলের আসনে বসছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ভোটভিত্তিক মহাজোটের শরিক জাতীয় পার্টি। গতবার বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায়ও ছিল জাতীয় পার্টি। তবে এবার জাতীয় পার্টি বা আওয়ামী লীগের অন্য শরিকদের কেউই এখন পর্যন্ত সরকারে নেই। গত ২৮ জানুয়ারি শেষ হয়েছে দশম জাতীয় সংসদের মেয়াদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here