তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মন্ত্রিপরিষদ বিভাগে (সমন্বয় ও সংস্কার) নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। বুধবার এমন রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ২০ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।
দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মো. শামসুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। দুদকের নতুন সচিব নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মুহাম্মদ দিলোওয়ার বখ্ত। অপরদিকে, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) নিয়োগ পেয়েছেন।